বেনাপোল বন্দরে ভারতীয় ৫ ট্রাকে আগুন
Share on:
বেনাপোল (যশোর ) প্রতিনিধি: বেনাপোল স্থল বন্দরের ট্রাক টার্মিনালে ব্লিচিং পাউডার ভর্তি ভারতীয় ট্রাকে আগুন লেগেছে। এসময় তিনটি ভারতীয় ট্রাক পুড়ে গেছে।
শুক্রবার (১৫ এপ্রিল) ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বন্দরের নিরাপত্তাকর্মী জানান, ভারত থেকে আমদানিকৃত ব্লিচিং পাউডার বোঝাই পাঁচটি ট্রাক বন্দরের টিটিআই মাঠে আনলোডের অপেক্ষায় ছিল। ট্রাকে এসব পণ্য ত্রিপল দিয়ে ঢাকা ছিল। ভোরে প্রথমে একটি ট্রাকে আগুন ধরে যায়। পরে পাশে থাকা আরো চারটি ট্রাকে আগুন ছড়িয়ে পড়ে। অতিরিক্ত গরমের কারণে ব্লিচিং বোঝাই ট্রাকে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বেনাপোল বন্দরের কর্মকর্তা কবির মামুন তরফদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পণ্য চালানটি বুধবার ভারত থেকে ৩টি ট্রাকে আমদানি হয়।
ব্লিচিং ভর্তি ট্রাক ত্রিপল দিয়ে ঢেকে রাখায় অত্যাধিক গরমের কারণে ট্রাকে আগুন লাগতে পারে। আগুন বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে, তবে কত টাকার মালামাল পুড়ে গেছে তা এখনো জানা যায়নি।
প্রসঙ্গত, পাঁচ মাস আগেও ব্লিচিং ভর্তি আরেকটি ভারতীয় ট্রাক আগুন লেগে সম্পূর্ণ পুড়ে যায়।
এইচএন