বিমান চলাচল নিষিদ্ধ করলে তা হবে যুদ্ধে যোগদান : পুতিন
Share on:
ইউক্রেনের আকাশ সীমায় কোনো দেশ বিমান চলাচল নিষিদ্ধ করলে তা হবে এই যুদ্ধে যোগদানের সামিল বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
শনিবার ( ৫ মার্চ) রুশ টিভিতে বক্তব্য রাখার সময় তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, কোনো দেশ এই লক্ষ্যে পদক্ষেপ নিলে সেটা এই সশস্ত্র সংঘাতে যোগদান বলে বিবেচনা করা হবে।
সামরিক দিক থেকে এই নো-ফ্লাই জোন হচ্ছে এমন এলাকা যেখানে হামলা চালানো বা পর্যবেক্ষণের জন্য বিমান চলাচল নিষিদ্ধ করা হয়।
তবে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয় সামরিক পন্থায় – এই আদেশ লঙ্ঘনকারী বিমানকে গুলি করে ভূপাতিত করতে হয়।
ইউক্রেনের আকাশ সীমায় বিমান চলাচল নিষিদ্ধ করতে নেটোর আপত্তির সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমিরি জেলেনস্কি।
তিনি এর জন্য নেটোর ‘দুর্বলতা’ এবং ‘অনৈক্য’কে দায়ি করেছেন।
নেটো বলছে, এটা করা হলে আরো বেশি সংখ্যক দেশ যুদ্ধে জড়িয়ে পড়বে। এর আগে আপনাদের জানিয়েছিলাম যে, ইউক্রেনে রুশ দখলদারিত্বে থাকা খেরসন শহরের বাসিন্দারা দখলকারী বাহিনীর বিরুদ্ধে সরব বিক্ষোভ দেখাচ্ছেন।
শহরের কেন্দ্রস্থলে জমায়েত হয়ে তারা স্লোগান দিচ্ছেন এবং নানা ভাবে রুশ সৈন্যদের গালাগালি করছেন।
সোশাল মিডিয়ার অন্য কিছু ভিডিওতে দেখা যাচ্ছে রুশ সৈন্যরা ফাঁকা গুলি ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করছে।
কৃষ্ণ সাগর এবং দিনেপার নদীর তীরে খেরসন একটি গুরুত্বপূর্ণ বন্দর। সূত্র : বিবিসি
এইচএন