tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ১৩ নভেম্বর ২০২২, ২১:৩৬ পিএম

তুরস্কের ইস্তাম্বুলে বিস্ফোরণ, হতাহত বেড়ে ৪২


download

তুরস্কের ইস্তাম্বুলের একটি ব্যস্ত এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত চারজন নিহত ও ৩৮ জন আহত হয়েছেন। খবর আলজাজিরা ও বিবিসি।


স্থানীয় সময় বিকেল ৪টা ২০ মিনিটে বিস্ফোরণটি ঘটে। সূত্র জানায়, হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে।

এই বিস্ফোরণের কারণ সম্পর্কে তুর্কি কর্তৃপক্ষ এখনো নিশ্চিত কিছু জানায়নি।

ইস্তাম্বুলের তাকসিম এলাকায় জরুরি সেবা কর্মীদের ভিড় করতে দেখা গেছে।

শহরের গভর্নর আলি ইয়ারলিকায়া বলেছেন, স্থানীয় সময় বিকেল ৪টা ২০ মিনিটে ইস্তিকলাল স্ট্রিটে এই বিস্ফোরণ ঘটে।

ঘটনার বিশদ বিবরণ না দিয়ে তিনি টুইটারে এক পোস্টে মানুষের ‘হত্যা এবং আহত’ হওয়ার কথা উল্লেখ করেছেন।

ঘটনাস্থলে উপস্থিত বিবিসি সংবাদদাতা অরলা গেরিন জানাচ্ছেন, রাস্তাটিকে ঘিরে রাখা হয়েছে এবং এর চারপাশে পুলিশের উপস্থিতি ব্যাপক।

হেলিকপ্টারগুলো মাথার ওপর দিয়ে চক্কর দিচ্ছে এবং একের পর এক অ্যাম্বুলেন্স আসছে ও যাচ্ছে।

সূত্র : বিবিসি

এন