tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
খেলা প্রকাশনার সময়: ১৩ জুলাই ২০২৩, ২০:২১ পিএম

ভারতকে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা


0

ভারত নারী দলের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আশা জাগিয়েও জিততে পারেনি বাংলাদেশের মেয়েরা। তবে শেষ ম্যাচে ভারতের বিপক্ষে সহজ জয়ই তুলে নিয়েছে টাইগ্রেসরা।


আজ (১৩ জুলাই) মিরপুর শেরে বাংলায় আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১০২ রান সংগ্রহ করেছিল ভারত। জবাবে ১৮ ওভার ২ বলে ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। এই ম্যাচে ৪ উইকেটের জয় পেলেও ২-১ ব্যবধানে সিরিজ হেরেছে জ্যোতির দল।

১০৩ রানের লক্ষ্যমাত্রায় ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। ১৬ রান তুলতেই সাজঘরে ফেরেন টপ অর্ডারের দুই ব্যাটার। তবে ওপেনার শামীমা সুলতানার দায়িত্বশীল ব্যাটিংয়ে এগিয়ে যায় বাংলাদেশ। দলকে ৮৫ রান পর্যন্ত নিয়ে থামেন শামীমা। ৪৬ বলে ৩ বাউন্ডারিতে তিনি করেন ৪২ রান।

অধিনায়ক নিগার সুলতানা ২০ বলে ১৪, ওপেনার সাথী রানী ১০ বলে ১০ আর শেষদিকে সুলতানা খাতুন ৮ বলে ১২ করে আউট হন। নাহিদা আক্তার ৬ বলে ১০ রানে অপরাজিত থাকেন। তার সঙ্গে ৮ বলে ৭ রানে ছিলেন রিতু মনি। ১৮.২ ওভারে ম্যাচ জিতে মাঠ ছাড়ে বাংলাদেশ।

এর আগে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ফেরেন স্মৃতি মান্দানা। এরপর শেফালিও দ্রুত ফিরেছেন। তবে জেমিমা রদ্রিগেজ ও হারমানপ্রীত কৌরের ব্যাটে ঘুরে দাঁড়ায় সফরকারীরা। তবে অধিনায়ক ৪০ রান করে ফিরলে আর কেউই বলার মতো তেমন কোনো ইনিংস খেলতে পারেননি। ফলে কোনোরকমে একশ রান পার করে ভারত নারী দল।

বাংলাদেশের হয়ে লেগস্পিনার রাবেয়া খান ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে একাই নেন ৩টি উইকেট। সুলতানা খাতুন ১৭ রানে শিকার করেন দুটি।

এন