tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
খেলা প্রকাশনার সময়: ১৮ অগাস্ট ২০২২, ০৯:৫৭ এএম

আফগানদের হারিয়ে সিরিজ জিতলো আইরিশরা


20220818_094535

সিরিজের অন্যান্য ম্যাচগুলোর মতো শেষ ম্যাচেও হানা দিলো বৃষ্টি। প্রথম ইনিংস শেষ হওয়ার আগেই নামা বৃষ্টিতে দ্বিতীয় ইনিংসের দৈর্ঘ্য কমে নেমে এলো মাত্র ৭ ওভার তথা ৪২ বলে। সেই ৪২ বলের লড়াইয়ে দুই বল হাতে রেখেই আফগানিস্তানকে হারিয়ে ৩-২ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে আয়ারল্যান্ড।


বেলফাস্টের সিভিল সার্ভিস ক্রিকেট ক্লাব মাঠে বৃষ্টিবিঘ্নিত সিরিজ নির্ধারণী ম্যাচে প্রথম ইনিংসে ১৫ ওভার খেলে ৫ উইকেটে ৯৫ রান করেছিল আফগানিস্তান। পরে বৃষ্টি নামলে আইরিশদের সামনে লক্ষ্য দাঁড়ায় ৭ ওভারে ৫৬ রানের। মাত্র ৩ উইকেট হারিয়ে ৬.৪ ওভারেই সে লক্ষ্যে পৌঁছে গেছে স্বাগতিকরা।

কার্টেইল ওভার ম্যাচটিতে ওভারপ্রতি ৮ রান তাড়া করতে নেমে পল স্টার্লিং ১০ বলে ১৬, অ্যান্ডি ব্যালবার্নি ৯ বলে ৯, লরকার টাকার ১২ বলে ১৪, হ্যারি ট্যাক্টর ৫ বলে ৯* ও জর্জ ডকরেল ৪ বলে ৭* রান করে। সিরিজে আয়ারল্যান্ডের জেতা তিন ম্যাচেই উইনিং শটটি করেছেন ডকরেল।

এ জয়ের সুবাদে দ্বিতীয়বারের মতো টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতার স্বাদ পেলো আয়ারল্যান্ড। গতবছর জিম্বাবুয়ের বিপক্ষেও ৩-২ ব্যবধানে সিরিজ জিতেছিল তারা। সবমিলিয়ে চতুর্থ দ্বিপাক্ষিক সিরিজ জিতলো আইরিশরা। এছাড়া ড্র করেছে সাতটি সিরিজ।

সিরিজ নির্ধারণী ম্যাচটিতে হতাশ করেছেন আফগান ব্যাটাররা। নির্ধারিত সময়ের অনেক পরা শুরু হওয়া ম্যাচে একাই লড়েছেন উসমান গণি। তিনি শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৪০ বলে ৪৪ রান করে। এছাড়া আজমতউল্লাহ ওমরজাই ১৪ বলে করেন ১৫ রান। এ দুজনের ৪ ওভারের অবিচ্ছিন্ন জুটিতে আসে ২৯ রান।

আয়ারল্যান্ডের পক্ষে বল হাতে দুই ওভারে ১৬ রান খরচায় তিন উইকেট নিয়েছেন মার্ক অ্যাডায়ার। তার হাতেই উঠেছে ম্যাচসেরার পুরস্কার। এছাড়া জশুয়া লিটন তিন ওভারে মাত্র ১৪ রান খরচায় নিয়েছেন দুইটি উইকেট। সিরিজসেরার পুরস্কার জিতেছেন জর্জ ডকরেল।

এমআই