tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
অপরাধ প্রকাশনার সময়: ২৮ ডিসেম্বর ২০২১, ১৬:৪৫ পিএম

অবৈধ স্থাপনা উচ্ছেদ, বুড়িগঙ্গা উদ্ধারে চলছে অভিযান


বুড়ি.jpg

রাজধানী ঢাকার লালবাগের শহীদনগর বউবাজার এলাকায় বুড়িগঙ্গা নদীর আদি চ্যানেল উদ্ধারে টানা তৃতীয় দিনের মতো অবৈধ স্থাপনা উচ্ছেদে যৌথভাবে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ-বিআইডব্লিউটিএ ও জেলা প্রশাসন।


রাজধানী ঢাকার লালবাগের শহীদনগর বউবাজার এলাকায় বুড়িগঙ্গা নদীর আদি চ্যানেল উদ্ধারে টানা তৃতীয় দিনের মতো অবৈধ স্থাপনা উচ্ছেদে যৌথভাবে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ-বিআইডব্লিউটিএ ও জেলা প্রশাসন।

আজ মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টায় বিআইডব্লিউটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওবায়দুল্লাহর নেতৃত্বে এ অভিযান শুরু হয়।

এ সময় বুড়িগঙ্গা নদীর আদি চ্যানেলের ওপর অবৈধভাবে গড়ে তোলা বাবরে জুতার কারখানাসহ বেশ কিছু কাঁচাপাকা স্থাপনা উচ্ছেদ করা হয়।

বিআইডব্লিউটিএ’র ঢাকা বন্দরের উপ-পরিচালক গুলজার আলী বলেন, উচ্চ আদালতের নির্দেশে কয়েকটি বহুতল ভবনসহ ৭৪টি অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হচ্ছে।

যৌথভাবে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করছে ঢাকা জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ।

উল্লেখ্য, এর আগে গত দুই দিনে ৩০টি বহুতল ভবনসহ প্রায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদে করা হয়। বুড়িগঙ্গা নদীর আদি চ্যানেল উদ্ধারে আরও তিন দিন এই অভিযান অব্যাহত থাকবে।

এইচএন