অবৈধ স্থাপনা উচ্ছেদ, বুড়িগঙ্গা উদ্ধারে চলছে অভিযান
Share on:
রাজধানী ঢাকার লালবাগের শহীদনগর বউবাজার এলাকায় বুড়িগঙ্গা নদীর আদি চ্যানেল উদ্ধারে টানা তৃতীয় দিনের মতো অবৈধ স্থাপনা উচ্ছেদে যৌথভাবে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ-বিআইডব্লিউটিএ ও জেলা প্রশাসন।
রাজধানী ঢাকার লালবাগের শহীদনগর বউবাজার এলাকায় বুড়িগঙ্গা নদীর আদি চ্যানেল উদ্ধারে টানা তৃতীয় দিনের মতো অবৈধ স্থাপনা উচ্ছেদে যৌথভাবে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ-বিআইডব্লিউটিএ ও জেলা প্রশাসন।
আজ মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টায় বিআইডব্লিউটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওবায়দুল্লাহর নেতৃত্বে এ অভিযান শুরু হয়।
এ সময় বুড়িগঙ্গা নদীর আদি চ্যানেলের ওপর অবৈধভাবে গড়ে তোলা বাবরে জুতার কারখানাসহ বেশ কিছু কাঁচাপাকা স্থাপনা উচ্ছেদ করা হয়।
বিআইডব্লিউটিএ’র ঢাকা বন্দরের উপ-পরিচালক গুলজার আলী বলেন, উচ্চ আদালতের নির্দেশে কয়েকটি বহুতল ভবনসহ ৭৪টি অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হচ্ছে।
যৌথভাবে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করছে ঢাকা জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ।
উল্লেখ্য, এর আগে গত দুই দিনে ৩০টি বহুতল ভবনসহ প্রায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদে করা হয়। বুড়িগঙ্গা নদীর আদি চ্যানেল উদ্ধারে আরও তিন দিন এই অভিযান অব্যাহত থাকবে।
এইচএন