tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
স্বাস্থ্য প্রকাশনার সময়: ০৮ জানুয়ারী ২০২৩, ২১:২৯ পিএম

ডেঙ্গু : হাসপাতালে ভর্তি আরও ২৭ জন


Dengue

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৭ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়ালো ১৭৬ জনে। এদিকে গত একদিনে নতুন করে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি।


রোববার (৮ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এসব তথ্য জানানো হয়।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি রোগী ১৭৬ জন। এর মধ্যে ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি রোগী ৬২ জন। অন্যান্য বিভাগে ভর্তি রোগী ১১৪ জন।

১ জানুয়ারি থেকে ৮ জানুয়ারি পর্যন্ত মোট ভর্তি রোগী ২৬৯ জন। এর মধ্যে ঢাকায় মোট ভর্তি রোগী ১৩০ জন। ঢাকার বাইরে ভর্তি রোগী ১৩৯ জন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে কোনো রোগীর মৃত্যু হয়নি।

এন