জামায়াত জনসম্পৃক্ত দল, কারো জিঘাংসায় হারিয়ে যাবে না: আকন্দ
Share on:
জামায়াত একটি জনসম্পৃক্ত দল, কারো জিঘাংসায় তা হারিয়ে যাবে না বলে দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।
শনিবার (১১ ফেব্রুয়ারি) জামালপুর জেলার এক বিশেষ সদস্য (রুকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, ‘জামায়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রদর্শিত পথে সংগ্রামরত আল্লাহর বান্দাদের দ্বারা পরিচালিত একটি জনসম্পৃক্ত দল। কারো জিঘাংসা বা দুশমনিতে এর অস্তিত্ব হারিয়ে যাবে না।’
মতিউর রহমান আকন্দ বলেন, বাংলাদেশের ইতিহাসে রয়েছে জামায়াতের উল্লেখযোগ্য অবদান। সীমাহীন জুলুম-নির্যাতন ও বৈরী পরিবেশে গড়ে ওঠা জামায়াত এ দেশেরই অবিচ্ছেদ্য অংশ। স্বাধীন বাংলাদেশের প্রায় প্রতিটি সংসদেই জনগণ ভোট দিয়ে জামায়াত নেতাদের প্রতিনিধি বানিয়েছে। তাই জামায়াতের শেকড় অনেক গভীরে। যাদের কোনো নির্বাচনে নির্বাচিত হওয়ারই দৃষ্টান্ত নেই, তাদের আবদারে জামায়াতের রাজনৈতিক অধিকার বাধাগ্রস্ত হতে পারে না। এ ধরনের যেকোনো বেআইনি ও গণবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে জামায়াত সব ধরনের নিয়মতান্ত্রিক ও আইনানুগ পন্থা অনুসরণ করবে ইনশাআল্লাহ।
এ সময় তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে নিরপেক্ষ, অবাধ, সুষ্ঠু ও সকলের কাছে গ্রহণযোগ্য করে তুলতে কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার যৌক্তিকতা তুলে ধরেন।
তিনি শান্তিপূর্ণ আন্দোলন বেগবান করার আহ্বান জানান। একইসাথে জামায়াতের নেতৃত্বে একটি ন্যায় ও ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে অংশগ্রহণেরও আহ্বান জানান।
জামালপুর জেলা জামায়াতের আমির কবীর আহমদ হুমায়ুনের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আবদুল আওয়ালের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক ড. ছামিউল হক ফারুকী।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ময়মনসিংহ অঞ্চল টিমের সদস্য মনজুরুল ইসলাম ভূঁইয়া, কেন্দ্রীয় মজলিসে শূরা এবং ময়মনসিংহ অঞ্চল টিমের সদস্য ও জামালপুর জেলার সাবেক আমির অ্যাডভোকেট মোহাম্মাদ নাজমুল হক সাঈদী এবং জেলা নায়েবে আমির অধ্যাপক মাওলানা খলিলুর রহমান মণ্ডলসহ জেলা জামায়াতের নেতারা। প্রেস বিজ্ঞপ্তি
এমআই