tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ২৮ জুন ২০২২, ১১:২৬ এএম

রাতের আঁধারে পালিয়েছে ইউক্রেনীয় সেনারা


Ukrain Army-2022

ইউক্রেনীয় ভূখন্ড সেভেরোদোনেৎস্ক থেকে সেনাদের সরে যাওয়ার নির্দেশ প্রদান করে দেশটি। নির্দেশনা পেয়ে শহরটিতে থাকা সেনারা পিছু হটেন।


বার্তাসংস্থা রয়টার্সকে সেভেরোদোনেৎস্ক ছাড়ার ঘটনা বর্ণনা করেছেন ২৪ বছর বয়সী ইউক্রেনীয় সেনা দানিলো।

দানিলো রয়টার্সকে জানিয়েছেন, রাতের আঁধারে নৌকা করে সেভেরোদোনেৎস্ক থেকে পালিয়েছেন তিনি।

তিনি আরও জানিয়েছেন, সেভেরোদোনেৎস্ক থেকে পিছু হটার বিষয়টি তার জন্য তীক্ততার। কিন্তু তিনি খুশি যে তিনি বেঁচে ফিরে এসেছেন।

দানিলো পালিয়ে যাওয়ার ঘটনা বর্ণনা করে বলেন, এটা লজ্জাজনক অবশ্যই। কারণ শহরটি রক্ষা করতে আমরা অনেক চেষ্টা করেছি। কয়েক মাস চলেছে এটি। কিন্তু আমরা হতাশ না। কারণ আমরাও বাঁচতে চাই।

তিনি আরও বলেন, নিরাপত্তার জন্য (পালিয়ে যেতে) রাতকে বেঁছে নিয়েছিলাম আমরা। নৌকা দিয়ে নদী পার হওয়ার সময় আমাদের বেশ কয়েকবার রাস্তা বদল করতে হয়েছে, কারণ সেখানে গোলাবর্ষণ হচ্ছিল।

তিনি আরও বলেন, আমার জানা মতে পিছু হটার সময় কেউ নিহত হয়নি।

রয়টার্সকে এ সেনা আরও জানিয়েছেন, যদি রাশিয়া শুধু কামান ও হামলা চালাত তাহলে তারা সেখানে অবস্থান করতেন। কিন্তু রাশিয়া অব্যহতভাবে সকল স্থাপনার ওপর হামলা চালাচ্ছিল।

তিনি আরও জানিয়েছেন, সেভেরোদোনেৎস্কের আজট কেমিক্যাল কারখানায় আশ্রয় নিতে অসংখ্য মানুষ আসছিলেন। একটা সময় তাদের ভয় তৈরি হয়েছিল, মারিউপোলের আজভস্টালের মতো অবস্থা হতে পারে আজট কেমিক্যাল কারখানাটির।

এইচএন