tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ১৩ জানুয়ারী ২০২২, ১১:৫৩ এএম

জাতিসঙ্ঘে ভোটাধিকার হারালো ৮ রাষ্ট্র


জাতিসংঘ.jpg

জাতিসঙ্ঘের চাঁদা পরিশোধ করতে না পারায় ভোটাধিকার হারিয়েছে ইরান, ভেনেজুয়েলাসহ আরো ৬ রাষ্ট্র।


জাতিসঙ্ঘের চাঁদা পরিশোধ করতে না পারায় ভোটাধিকার হারিয়েছে ইরান, ভেনেজুয়েলাসহ আরো ৬ রাষ্ট্র।

বুধবার ( ১২ জানুয়ারি) জাতিসঙ্ঘের বিভিন্ন নথিতে এসব তথ্য পাওয়া গেছে বলে সংবাদ প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি।

১১ অক্টোবর তারিখের এক চিঠিতে জাতিসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস জানিয়েছেন, জাতিসঙ্ঘ সনদের নিয়ম অনুসারে ১১ দেশের চাঁদা বাকি।

এসব দেশের মধ্যে আছে অ্যান্টিগুয়া অ্যান্ড বার্বাডোস, কমোরোস, কঙ্গো প্রজাতন্ত্র, গিনি, ইরান, পাপুয়া নিউ গিনি, সাও টোমে অ্যান্ড প্রিন্সেপ, সুদান, ভানুয়াতু, সোমালিয়া ও ভেনিজুয়েলা।

জাতিসঙ্ঘ সনদের শর্ত অনুসারে সদস্য দেশগুলোকে একটি নির্দিষ্ট হারে চাঁদা দিতে হয়। যদি টানা দু’বছর চাঁদা দেয়া বাকি থাকে তাহলে জাতিসঙ্ঘের ওই সদস্য দেশটি তার ভোটাধিকার হারাবে।

তবে জাতিসঙ্ঘের সাধারণ পরিষদ ওই সকল দেশকে ভোটাধিকার থেকে বঞ্চিত করবে না, যে দেশগুলোর পরিস্থিতি তাদের অনুকূলে ছিল না।

পরিস্থিতি নিয়ন্ত্রণে না থাকার কারণে চাঁদা দেয়া বাকি থাকলেও ওই দেশগুলো ভোটাধিকার পাবে। তবে, এ ক্ষেত্রে উপযুক্ত প্রমাণ দিতে হবে। এ নিয়ম অনুসারে আফ্রিকার দেশ কমোরোস, সাও টোমে অ্যান্ড প্রিন্সিপে ও সোমালিয়া তাদের ভোটাধিকার হারায়নি।

বাকি ৮ দেশ তাদের ভোটাধিকার হারিয়েছে। ওই দেশগুলো হলো, অ্যান্টিগুয়া অ্যান্ড বার্বাডোস,কঙ্গো প্রজাতন্ত্র, গিনি, ইরান, পাপুয়া নিউ গিনি, সুদান, ভানুয়াতু ও ভেনিজুয়েলা। সূত্র : মিডল ইস্ট মনিটর।

এইচএন