tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
রাজনীতি প্রকাশনার সময়: ০২ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩২ এএম

এস আলমের গাড়ি কাণ্ডে কমিটি বিলুপ্ত, পদ হারালেন বিএনপির ৩ নেতা


bnp_20240902_005811868

আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠভাজন হিসেবে পরিচিত দেশের বিতর্কিত শিল্প গ্রুপ এস আলম পরিবারের সদস্যদের বিলাসবহুল ১৪টি গাড়ি সরাতে সহযোগিতার অভিযোগে এবার শাস্তির মুখে পড়লেন বিএনপির তিন নেতা। পাশাপাশি স্থগিত করা হয়েছে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি।


রোববার (১ সেপ্টেম্বর) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা দুটি চিঠিতে এই তথ্য জানানো হয়।

একটি চিঠিতে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির কমিটির আহ্বায়ক আবু সুফিয়ান, যুগ্ম আহ্বায়ক এনামুল হক ও সদস্য মামুন মিয়ার প্রাথমিক সদস্য পদসহ সব পদ স্থগিত করা হয়। অপর চিঠিতে আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়। জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নামে কোনো সাংগঠনিক কার্যক্র চালানো যাবে না।

গত বৃহস্পতিবার চট্টগ্রাম নগরের কালুরঘাট এলাকার একটি ওয়্যার হাউস থেকে একে একে ১৪টি বিলাসবহুল গাড়ি বের হওয়ার ভিডিও ছড়িয়ে পড়ে। ওই তিন নেতার তদারকিতে আলোচিত–সমালোচিত শিল্প গ্রুপ এস আলমের গাড়িগুলো পার করে দেওয়ার অভিযোগ ওঠে।

শনিবার (৩১ আগস্ট) আবু সুফিয়ানসহ দক্ষিণ জেলা বিএনপির ওই তিন নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় দল থেকে। তাদের জবাব সন্তোষজনক না হওয়ায় দল এই ব্যবস্থা নিয়েছে বলে জানা গেছে।

এনএইচ