tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ০৬ মে ২০২৩, ১৩:৩৮ পিএম

প্রেসক্লাবে প্রাণি অধিকার আইন সংশোধনের দাবি


19

প্রাণি অধিকার রক্ষা আইন সংশোধন এবং শক্তিশালী করার দাবিতে মানববন্ধন করেছে রবিনহুড দ্যা এনিমেল রেসকিউয়ার।


শনিবার (৬ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে প্রাণি উদ্ধারকারী এ সংগঠনটির চেয়ারম্যান আফজাল খান জানান, বেঁচে থাকার অধিকার কেবল মানুষেরই নয়, প্রাণিদেরও আছে। অথচ বিভিন্ন সময়ে আমাদের আশপাশে থাকা প্রাণিদের ওপর অত্যাচার করা হয়। এমনকি মেরেও ফেলা হয়।

প্রাণিদের ওপর অত্যাচার আইন অনুযায়ী অ-আমলযোগ্য অপরাধ। তাই শক্ত প্রয়োগ না থাকায় অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা সম্ভব হয় না।

তিনি আরও জানান, ফলে প্রাণিদের ওপর অত্যাচারের মাত্রা বেড়েই চলেছে। আমরা চাই, প্রচলিত আইনটিকে সংশোধন এবং শক্তিশালী করা হোক। যাতে কেউ আর প্রাণিদের ওপর অত্যাচার করতে সাহস না পায়।

এন