নেতানিয়াহুর সঙ্গে বাইডেনের ব্যক্তিগত আলোচনা
Share on:
ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। টেলিআলাপ শেষে বাইডেন জানিয়েছেন, নেতানিয়াহুর সঙ্গে তার ‘দীর্ঘ ও ব্যক্তিগত’ আলোচনা হয়েছে।
গত শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ‘মূল্যহীন’ গাজা প্রস্তাব পাস হয়। ওই প্রস্তাবটিতে প্রাথমিক খসড়ায় যুদ্ধবিরতির কথা থাকলেও; যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি শব্দটি বাদ করতে বাধ্য করে অন্য দেশগুলোকে। এরমাধ্যমে গাজায় ইসরায়েলকে আরও দীর্ঘ সময় বর্বরতা চালানোর সুযোগ দেওয়া হয়। ওই মূল্যহীন প্রস্তাব পাস হওয়ার একদিন পরই নেতানিয়াহুর সঙ্গে বাইডেন কথা বলেছেন।
নেতানিয়াহুর দপ্তর থেকে টেলিআলাপের ব্যাপারে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র —জাতিসংঘে ইসরায়েলের পক্ষে অবস্থান নেওয়ায় বাইডেনকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। এছাড়া তিনি বাইডেনকে জানিয়েছেন, যুদ্ধে ইসরায়েল যেসব লক্ষ্য ঠিক করেছে সেগুলো অর্জিত না হওয়া পর্যন্ত গাজায় সামরিক অভিযান অব্যাহত রাখা হবে।
অপরদিকে হোয়াইট হাউজের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, বাইডেন নেতানিয়াহুর সঙ্গে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান নিয়ে বিস্তারিত কথা বলেছেন। যার মধ্যে ছিল যুদ্ধের ‘লক্ষ্য এবং ধাপ’, ফিলিস্তিনি বেসামরিকদের জীবন রক্ষা এবং সকল জিম্মির মুক্তির বিষয়টি।
নেতানিয়াহুর সঙ্গে আসলে কি আলোচনা হয়েছে, সে ব্যাপারে সাংবাদিকরা বাইডেনকে প্রশ্ন করেছিলেন। কিন্তু বিস্তারিত কোনো কিছু না জানিয়ে তিনি সাংবাদিকদের বলেছেন এটি একটি ‘ব্যক্তিগত আলোচনা’ ছিল। তবে বাইডেন জানিয়েছেন, নেতানিয়াহুকে যুদ্ধবিরতির ব্যাপারে তিনি কিছু বলেননি।