tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ১৮ নভেম্বর ২০২৩, ২১:৪৩ পিএম

ইমরান খান চার দিনের রিমান্ডে


ইমরান খান.

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন মঞ্জুর করেছেন বিশেষ একটি আদালত।


আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় গতকাল শুক্রবার আদালত এ আদেশ দেন।

একই সঙ্গে এই চার দিন তাঁকে দেশটির জাতীয় জবাবদিহি ব্যুরোর (এনএবি) হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।

এনএবি ইমরান খানকে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেছিল। তবে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

অপর এক মামলায় দণ্ডিত ইমরান খান বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে আছেন। শুক্রবার সেখানেই বিশেষ আদালতের শুনানি হয়।

এনএবির অভিযোগ, আল কাদির ট্রাস্টের মাধ্যমে একটি শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণে ইমরান ও তাঁর স্ত্রী বুশরা বিবি এক আবাসন ব্যবসায়ীর থেকে কোটি কোটি রুপি মূল্যের জমি নেন।