tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
অপরাধ প্রকাশনার সময়: ২৫ ডিসেম্বর ২০২১, ১৪:৩৭ পিএম

বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে: আইজিপি


IGP-1.jpg

আইজিপি ড. বেনজীর আহমেদ একটি অনুষ্ঠানে বলেন, ‘বিদেশ থেকে টাকা এনে অনেকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে৷ কিন্তু এখন সময় এসেছে তাদের রুখে দেওয়ার।’


আইজিপি ড. বেনজীর আহমেদ একটি অনুষ্ঠানে বলেন, ‘বিদেশ থেকে টাকা এনে অনেকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে৷ কিন্তু এখন সময় এসেছে তাদের রুখে দেওয়ার।’

আজ শনিবার (২৫ ডিসেম্বর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন কথা বলেন তিনি।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জুমবাংলা ইয়ুথ ফাউন্ডেশন সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ উপলক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করে।

ওই অনুষ্ঠানে আইজিপি আরও বলেন, ‘এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। পেছন থেকে অনেকে দেশের উন্নয়নকে খামছে ধরার চেষ্টা করছে৷ তবে আমরা সকল ষড়যন্ত্রের শেকল ভেঙে সামনে এগিয়ে যাবো।’

এইচএন