tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
অপরাধ প্রকাশনার সময়: ২৩ মার্চ ২০২৩, ১০:৫৪ এএম

পটুয়াখালীতে কিশোর গ্যাংয়ের হামলায় দুই ছাত্র নিহত


7

পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়নের ইন্দ্রকুল মাধ্যমিক বিদ্যালয়ের দুই শিক্ষার্থী কিশোর গ্যাংয়ের হামলায় নিহত হয়েছে। বুধবার (২২ মার্চ) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা গেছে, ছুটি হওয়ার পর ইন্দ্রকুল বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র নাফিজ (১৫) ও মারুফ (১৫) বাড়ি ফিরছিল। পথে ৫-৬ জন কিশোর পূর্ব বিরোধের জের ধরে তাদের দুজনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। বিকেল সাড়ে ৫টার দিকে তাদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সেখানকার চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বাউফল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ঘটনার বিস্তারিত এখনো জানতে পারিনি।

এদিকে পটুয়াখালীর পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম বলেন, দুই দিন আগে ইন্দ্রোকুল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ও ১০ম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে পায়ে পা লাগাকে কেন্দ্র করে মারামারি হয়। এর জেরে আজ স্কুল ছুটির পর স্কুল সংলগ্ন সেতুর কাছে ৯ম শ্রেণির ছাত্র রায়হান, নাইম, হাসিবুলসহ বেশ কয়েকজন ওঁত পেতে থাকে। ১০ম শ্রেণির মারুফ, সিয়াম এবং নাফিজ বাড়ি ফেরার পথে তাদের ওপর হামলা করে ছুরিকাঘাত করে। এতে তিনজন গুরুতর আহত হয়। এদের মধ্যে মারুফ এবং নাফিজকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়। এ ঘটনার সঙ্গে অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।

এমআই