tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ১৫ নভেম্বর ২০২২, ১৭:১৪ পিএম

করোনায় আক্রান্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী


Pakistan-Newly-Elected-PM-Shehbaz-Sharif

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনা পরীক্ষায় তার রিপোর্ট পজিটিভ এসেছে।


মঙ্গলবার (১৫ নভেম্বর) পাকিস্তানের তথ্যমন্ত্রী মরিয়ম আরঙ্গজেব শেহবাজ শরীফের করোনায় আক্রান্ত হওয়ার খবর জানান। বেশ কয়েকদিন ধরে তিনি অসুস্থ ছিলেন।

এক টুইট পোস্টে মরিয়ম আরঙ্গজেব বলেন, প্রধানমন্ত্রী করোনায় আক্রান্ত, তার সুস্থতার জন্য সবাই দোয়া করবেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ক্যান্সারে আক্রান্ত ছিলেন। চিকিৎসা শেষে বর্তমানে তিনি ক্যান্সারমুক্ত।

এ নিয়ে তৃতীয়বারের মতো করোনা আক্রান্ত হলেন পাকস্তানের প্রধানমন্ত্রী। তিনি প্রথমবার ২০২০ সালের জুনে এবং দ্বিতীয়বার ২০২২ সালের জানুয়ারিতে করোনা আক্রান্ত হন।

এন