tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ৩১ জুলাই ২০২৩, ১০:৩৩ এএম

ভারতে ট্রেনে গুলি: এএসআইসহ নিহত ৪


22

ভারতে একটি রেলওয়ে স্টেশনে গুলি চালানোর ঘটনায় পুলিশের একজন সহকারী উপ-পরিদর্শকসহ ৪ জন নিহত হয়েছেন।


সোমবার (৩১ জুলাই) ভোর ৫ টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে একজন কর্মকর্তা।

রেলওয়ে প্রোটেকশন ফোর্সের বরাতে সংবাদ সংস্থা এএনআই বলছে, জয়পুর এক্সপ্রেস ট্রেনের ভেতরে গুলি চালানোর ঘটনায় এএসআইসহ ৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে ডিসিপি উত্তর জিআরপিকে জানানো হয়েছে।

ভোর ৫ টার দিকে অভিযুক্ত আরপিএফ কনস্টেবল চেতন সিং তার স্বয়ংক্রিয় অস্ত্র থেকে গুলি চালায়। আরপিএফ সহকর্মী এবং জয়পুর থেকে মুম্বাই যাওয়ার পথে ট্রেনের ৩ যাত্রীকে হত্যা করেন তিনি।

ঐ স্টেশনটির নাম পালঘর স্টেশন। জায়গাটি মুম্বাই থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে। সূত্র: এনডিটিভি।

এন