tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
রাজনীতি প্রকাশনার সময়: ১৩ অক্টোবর ২০২২, ২০:৩১ পিএম

পাকিস্তানে দক্ষিণাঞ্চলে বাসে আগুন, নিহত ১৭


63

পাকিস্তানের দক্ষিণাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্তদের বহনকারী বাসে আগুন লেগে অন্তত ১৭ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত সিন্ধুপ্রদেশের দাদু জেলার কিছু লোক বাড়িতে ফিরে আসার সময় এ দুর্ঘটনা ঘটে।


বুধবার রাতে বন্দর শহর করাচির সিন্ধুপ্রদেশের হায়দরাবাদ ও জামশোরো শহরের সঙ্গে সংযোগকারী এম-৯ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে কর্মকর্তারা জানিয়েছেন। বাসটিতে প্রায় ৩৫ জনের মতো যাত্রী ছিল।

পাকিস্তানের সংসদীয় স্বাস্থ্য সচিব সিরাজ কাসিম সুমরো জানিয়েছেন, ওই দুর্ঘটনায় এ পর্যন্ত ১৭ যাত্রীর প্রাণহানি হয়েছে। আর আহত ১০ জনকে উদ্ধার করার পর চিকিৎসা দিয়েছে উদ্ধারকারী দলগুলো।

বন্যাকবলিত জেলাগুলোর মধ্যে সিন্ধু প্রদেশের দাদু জেলা অন্যতম। কী কারণে আগুন লেগেছে তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। তবে পুলিশ জানিয়েছে, দৃশ্যত আগুনটি বাসের পেছনের অংশে ছড়িয়ে পড়ে যা পুরো বাসটিকে গ্রাস করে।

গত আগস্টে দক্ষিণ পাঞ্জাবের মুলতানের একটি মহাসড়কে তেলের ট্যাঙ্কারের সঙ্গে বাসের সংঘর্ষে জন ২০ জন মারা যায়। সূত্র: রয়টার্স।

এন