tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ২৬ অগাস্ট ২০২৩, ১১:১৭ এএম

ওএসডি হলেন ইমরান খানের বিরুদ্ধে রায় দেয়া সেই বিচারক


6
ওএসডি হলেন ইমরান খানের বিরুদ্ধে রায় দেয়া সেই বিচারক

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিকে ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খানের বিরুদ্ধে তোষাখানা মামলায় তিন বছরের জেল দিয়েছেন বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ হুমায়ুন দিলওয়ার।


এবার তাকে শুক্রবার ‘অফিসার অন স্পেশাল ডিউটি’ (ওএসডি)তে পাঠানো হয়েছে। না, কোনো শাস্তিমূলকভাবে এ পদক্ষেপ নেয়া হয়নি। তাকে ও তার পরিবারকে হুমকি দেয়ার পর তার অনুরোধ অনুমোদন করে এমন সিদ্ধান্ত নিয়েছেন ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আমির ফারুক।

তিনি হাইকোর্টে নবসৃষ্ট একটি পদে বিচারক দিলাওয়ারকে ওএসডি করেছেন। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ।

ইসলামাবাদ হাইকোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার ইস্যুকৃত নোটিফিকেশনে বলা হয়েছে, অতিরিক্ত জেলা ও দায়রা জজ ইসলামাবাদে জুডিয়াল সার্ভিসে কাজ করছেন।

জনস্বার্থে তাকে স্থানান্তর করে এই আদালতের প্রধান বিচারপতি সন্তুষ্টি প্রকাশ করেছেন। 

কিন্তু কেন তাকে এভাবে সরিয়ে আনা হলো, তা নিয়ে কৌতুহল চারদিকে। এর জবাবে বলা হয়েছে যে, ইমরান খানের বিরুদ্ধে ওই রায় দেয়ার পর থেকে অব্যাহতভাবে হুমকি দেয়া হচ্ছিল বিচারক দিলাওয়ার ও তার পরিবারকে।

এর প্রেক্ষিতে তিনি তাকে জুডিশিয়াল কমপ্লেক্স জি-১১ অথবা ইসলামাবাদ হাইকোর্টের বিশেষ কোনো কোর্টে স্থানান্তরের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেছিলেন। 

এন