tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
খেলা প্রকাশনার সময়: ০৪ জুন ২০২৪, ১৯:৪৫ পিএম

বিশ্বকাপের টিকিট পেতে অস্ট্রেলিয়া দল ঢাকায়


image-812844-1717502981

অস্ট্রেলিয়া দল ২০২৬ বিশ্বকাপের টিকিট পেতে ঢাকায় পা রেখেছে। বাংলাদেশের বিপক্ষে খেলবে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ।


২০০৬ সাল থেকে নিয়মিত ফুটবল বিশ্বকাপ খেলছে অস্ট্রেলিয়া। সবশেষ কাতার বিশ্বকাপে তো শেষ ষোলোতেও জায়গা করে নিয়েছিল দলটি। এরপর আর্জেন্টিনার বিপক্ষে হেরে বিশ্বকাপ মিশন শেষ হয় তাদের।

বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশের বিপক্ষে মুখোমুখি হতে মঙ্গলবার দুপুর ১২টা ১০ মিনিটে ঢাকায় পা রাখে সকারুরা। বিমানবন্দরে অনুষ্ঠানিকতা শেষে হোটেল লা মেরিডিয়ানে উঠে দলটি।

এর আগে বিশ্বকাপ বাছাইয়ের প্রথম লেগে ঘরের মাঠে বাংলাদেশকে ৭-০ গোলে হারিয়ে ছিল সকারুরা। এবার দ্বিতীয় দফায় সেই ব্যবধানটাকে বাড়িয়ে নিতেই ঢাকায় পা রেখেছে দলটি। সেই লক্ষ্যে আগামী ৬ জুন বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে তারা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে এই ম্যাচটি হবে কিংস অ্যারেনায়। বিকাল পৌনে পাঁচ টায় হবে ম্যাচটি। যা বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার চতুর্থ ম্যাচ।

অস্ট্রেলিয়া দল অবশ্য আগেও বাংলাদেশ সফর করেছে। ২০১৫ সালেও এশিয়া অঞ্চলের বিশ্বকাপ বাছাই ম্যাচ খেলতে ঢাকায় পা রেখেছিল দলটি। সে’বার ৪-০ গোলের জয় নিয়ে বাংলাদেশ ছেড়েছিল তারা।

এবারের বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে গ্রুপ আই তে বাংলাদেশের গ্রুপে অবস্থান অস্ট্রেলিয়ার। যেখানে এখন পর্যন্ত ৪ ম্যাচের ৪টিতেই জয় নিয়ে সর্বোচ্চ ১২ পয়েন্ট তাদের। গ্রুপের শীর্ষে অবস্থান তাদের। অন্যদিকে ৪ ম্যাচে ৩ হার ও ১ ড্র’য়ে টেবিলের তলানিতে অবস্থান বাংলাদেশের।

এসএম