জামালপুরের দুই মামলায় সাবেক এমপি আজাদ গ্রেফতার
Share on:
জামালপুরে বিশেষ ক্ষমতা আইনে করা নাশকতা পরিকল্পনার দুই মামলায় সাবেক এমপি আবুল কালাম আজাদকে গ্রেফতার দেখিয়েছে আদালত।
তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক মুখ্য সচিব, এসডিজি বিষয়ক সাবেক মুখ্য সমন্বয়ক এবং জামালপুর সদর-৫ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন।
বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে জামালপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জামালপুর আমলি আদালতের বিচারক রোমানা আক্তার এই আদেশ দেন। পরে তাকে জামালপুর জেলা কারাগারে পাঠানো হয়।
আইনজীবীরা জানান, নাশকতা পরিকল্পনার দুই মামলায় আবুল কালাম আজাদকে তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে শোন অ্যারেস্ট দেখায় আদালত। এরপর জামিনের জন্য আবেদন করে আসামি পক্ষের আইনজীবীরা। পরে জামিন শুনানির জন্য পরবর্তী একটি দিন ধার্য করে আদালত।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আমান উল্লাহ আকাশ দাবি করেছেন, দুই মামলায় উল্লেখ করা তারিখে আসামি আবুল কালাম আজাদ জামালপুরে ছিলেন না বলে দাবি তার।
আর রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আনিছুজ্জামান বলেন, নাশকতার পরিকল্পনা যেকোনো জায়গায় থেকেই করা যায়। আর রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলেই সব তথ্য বেরিয়ে আসবে বলে দাবি তার।
উল্লেখ্য, ২০২২ সালের ১৩ ডিসেম্বর বিএনপির সমাবেশে হামলা ও ৩ আগস্ট ছাত্র আন্দোলনে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার পরিকল্পনাকারী হিসেবে করা দুই মামলার আসামি হয়েছেন আবুল কালাম আজাদ।
এনএইচ