tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ০৫ মে ২০২২, ১১:০৬ এএম

ঈদের ছুটি শেষে খুলেছে অফিস, নেই কর্মব্যস্ততা


BD Secretariate-2022

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ছয় দিনের ছুটি শেষে বৃহস্পতিবার (৫ মে) খুলল দেশের অফিস-আদালত। সাধারণত ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে অফিস পাড়ার তেমন কর্মব্যস্ততা থাকে না। এবারও হয়েছে, তাই। তবে সহকর্মীরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। একইভাবে ব্যাংক পাড়ায় জরুরি প্রয়োজন ছাড়া লেনদেনও খুব একটা হচ্ছে না।


এর আগে গত শুক্রবার (২৯ এপ্রিল) থেকে ছুটি ঘোষণা করেছিল সরকার। তাই গেল বৃহস্পতিবার (২৮ এপ্রিল) শেষ কর্মদিবস অফিস হয়ে শুক্রবার থেকে ছয় দিনের ঈদের ছুটি শুরু হয়।

মঙ্গলবার (৩ মে) পালিত হয় মুসলমানদের পবিত্র এই ধর্মীয় উৎসব। সেই হিসেবে বুধবারও (৪ মে) ছিল ঈদের ছুটি। যদিও সরকার ঘোষিত ছয় দিনের মধ্যে শুক্র ও শনিবার দুদিনই ছিল সাপ্তাহিক ছুটি। ঈদের ছুটি শেষে আজ (বৃহস্পতিবার) অফিস পাড়ায় যোগ দিচ্ছেন কর্মজীবীরা।

কিন্তু যারা ৬ দিনের পর আজ ছুটি নিয়েছেন, তারা আগামী শুক্র-শনিবারসহ মোট ৯ দিন ছুটি কাটাবেন। রাজধানী ঢাকার বাইরে যারা ঈদ করতে গেছেন সরকারি-বেসরকারি অধিকাংশ কর্মজীবী ৫ মে ঐচ্ছিক ছুটি নিয়েছেন। ফলে অফিস আদালত পুরোপুরি কার্যক্রম চালু হতে রবিবার (৮ মে) লেগে যাবে।

এইচএন