tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
খেলা প্রকাশনার সময়: ০৮ এপ্রিল ২০২২, ১৭:৫২ পিএম

বৃষ্টির আগে প্রোটিয়া অধিনায়ককে ফেরালেন তাইজুল


তাইজুল

১-০ তে পিছিয়ে থেকে দ্বিতীয় টেস্টে আজ পোর্ট এলিজাবেথে স্বাগতিকদের মুখোমুখি হয়েছে বাংলাদেশ।


সিরিজ হার এড়াতে জয়ের বিকল্প নেই মুমিনুল হকের। টস হেরে ফিল্ডিংয়ে সেই লক্ষ্যের ধারে কাছেও পৌঁছুতে পারেননি মুমিমুল।

প্রথম সেশনে অর্জন মাত্র এক উইকেট। খালেদের অফ স্টাস্পের বেশ বাইরের বল দূর থেকেই ড্রাইভ করেন এরউই। ব‍্যাটের কানা ছুঁয়ে জমা পড়ে লিটন দাসের গ্লাভসে। ভাঙে ৭২ বল স্থায়ী ৫২ রানের জুটি।

ওই এক প্রাপ্তি নিয়েই মধ্যাহ্নভোজ বিরতিতে যায় বাংলাদেশ। দারুণ ব্যাট করে ফিফটি করেন অধিনায়ক ডিন এলগার।

তব বিরতির পর ভয়ঙ্কর হয়ে ওঠা এলগারকে থামিয়ে দিলেন স্পিনার তাইজুল।

৩২তম ওভারের পঞ্চম ডেলিভারিটি অফ স্টাম্পের বাইরে করেন তাইজুল। ভালোভাবে খেলতে পারেননি এলগার।

পিছিয়ে গিয়ে থার্ড ম‍্যান দিয়ে খেলতে চেয়েছিলেন বাঁহাতি ওপেনার। ব‍্যাটের কানা ছুঁয়ে জমা পড়ে লিটন দাসের গ্লাভসে। ভাঙে ১২৫ বল স্থায়ী ৮১ রানের জুটি।

৮৯ বলে ১০ চারে এলগার থামলেন ৭০ রানে। আগের টেস্টে করেছিলেন ৬৭ ও ৬৪। অর্থাৎ সিরিজে টানা তিন ইনিংসে পঞ্চাশ ছুঁয়েও সেঞ্চুরির দেখা পেলেন না এলগারের।

ক্রিজে এখন পিটারসেনের সঙ্গী টেম্বা বাভুমা। এ রিপোর্ট লেখার সময় দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৩৯ ওভারে ২ উইকেট হারিয়ে ১৫৬ রান। ৮৯ বলে ৫২ রান করেছেন পিটারসেন এবং বাভুমার সংগ্রহ ১৬ বলে ৯ রান।

তবে, এরই মধ্যে বৃষ্টির কারণে দ্বিতীয় সেশনে ৩৯ ওভার শেষে খেলা বন্ধ আছে।

এমআই