পূর্ব গাজায় হামাসের হামলায় ইসরাইলের ১০ সেনা নিহত
Share on:
গাজার পূর্বে সুজাইয়ায় হামাসের আকস্মিক হামলায় ইসরাইলের ১০ সেনা নিহত হয়েছেন। ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেডস এ হামলা চালিয়েছে।
হামলার দায় স্বীকার করেছে স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠীটি। তারা জানিয়েছে, গাজা শহরের পূর্বে অবস্থিত সুজাইয়া এলাকায় শত্রু সেনাদের অবস্থানস্থলে অতর্কিত হামলা করে হামাসযোদ্ধারা।
টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে আল-কাসাম ব্রিগেডস জানিয়েছে, ‘ইসরাইলি সেনাদের দখলে থাকা ভবনে যোদ্ধারা একটি টিবিজি রকেট দিয়ে হামলা চালিয়েছে। এরপর যোদ্ধারা ভবনে প্রবেশ করে এবং দূর থেকে বাকি সেনাদের হত্যা করে।’
গত জুনে দক্ষিণ গাজার অতর্কিত হামলায় নিহত হয় ৮ ইসরাইলি সৈন্য। এবার হামাসের হামলায় প্রাণ হারাল আরও ১০ ইসরাইলি সৈন্য।
সর্বশেষ হামলা নিয়ে হামাস আরও জানিয়েছে, ‘যোদ্ধারা বের হয়ে যাওয়ার সময় ভবনে একটি বিস্ফোরকে বিস্ফোরণ ঘটায়। আহত ও নিহত সেনাদের উদ্ধার করতে ইসরাইলিদের হেলিকপ্টার নিয়ে আসতে হয়।’
গত বছরের ৭ অক্টোবর ইসরাইলে ঢুকে পড়ে আতর্কিত হামলা চালায় হামাস। ওই ঘটনায় ১ হাজার ২০০ জনের মতো ইসরাইলি নিহত হন। এছাড়া প্রায় ২৫০ জনকে জিম্মি করে নিয়ে আসে, যাদের মধ্যে বিদেশিও রয়েছে।
পাল্টা জবাবে গাজায় হামাসের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করে ইসরাইল। এরপর থেকে ৩৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের বেশির ভাগই নারী ও শিশু।
এমএইচ