tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
সারাদেশ প্রকাশনার সময়: ২০ অগাস্ট ২০২৪, ১৮:৩১ পিএম

আওয়ামী ভূমি দস্যুদের থেকে দেড় যুগ পর জমি ফিরে পেল প্রকৃত মালিক পক্ষ


WhatsApp Image 2024-08-20 at 18.29.50
ভূমিদস্যুর ছবি

২০০৯ সালে আওয়ামী সরকার ক্ষমতায় আসার পর মিনু ফকিরের ছেলে মো: হাছান ফকির (৬৫) আওয়ামী সন্ত্রাসী বাহিনী দিয়ে লক্ষীপুর রায়পুরে চর ঘাসিয়ায় ১,২৮০ শতাংশ কৃষি জমি ও বসত বাড়িসহ ৫টি গরু ৩টি ছাগল দখল করে নেয়।


এ জমির ক্রয় সূত্রে প্রকৃত মালিক মো: সেরাজল হক সর্দার(৭০) , মো: সেকান্তর সর্দার (৬৫) , মো: ওয়াজ উদ্দিন সর্দার(৫৫), মো: ইউসুফ দর্জি (৬০) আ: কাদের বেপারী(৫০) হযরত আলী বেপারী (৪৮) আনোয়ার বেপারী (৩৫) স্বৈরশাসক আওয়ামী সরকারের পতনের পর ভুক্তভোগী পরিবার দখলকৃত জমি ছেড়ে দিতে চাপ প্রয়োগ করলে তাদেরকে মারধর ও হত্যার হুমকি দেয় ।

গত ১৯ আগস্ট জমি পুন: দখল নেওয়ার চেষ্টা করলে দখলদার বাহিনী তাদের ওপর অর্তকিত সন্ত্রাসী বাহিনী দিয়ে হামলা চালায়, এতে ভুক্তভোগী পরিবার লোক জন মারাাত্নক ভাবে আহত হয়। জানাযায়, আহত পরিবাররে ব্যাক্তিরা প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন।

এদিকে জামি দখলদার হাছান ফকির দাবি করে, তার ঘরবাড়ি ও আসবাপত্র ক্ষতি সাধন করেছে । তবে ভোক্তভোগী পরিবার বলেছেন, তার দাবি মিথ্যা বানোয়াট ও উদেশ্য মুলক ।

এমএইচ