tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
প্রকাশনার সময়: ০৬ ডিসেম্বর ২০২১, ১১:১৪ এএম

৫ ঘণ্টা পর উত্তরাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক


রেল.jpg

নাটোর জেলার তেবাড়িয়া রেলক্রসিং এলাকায় ট্রাকের সঙ্গে ট্রেনের সংঘর্ষের ঘটনায় প্রায় ৫ ঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।


নাটোর জেলার তেবাড়িয়া রেলক্রসিং এলাকায় ট্রাকের সঙ্গে ট্রেনের সংঘর্ষের ঘটনায় প্রায় ৫ ঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

আজ সোমবার ( ৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

সোমবার রাত সোয়া ৩টার দিকে নাটোরের তেবাড়িয়া রেলক্রসিং এলাকায় ট্রাক-ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটে।

নাটোরের রেল স্টেশন মাষ্টার অশোক চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রবিবার (৫ ডিসেম্বর) রাতে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেসের সাথে লাইনের ওপর আটকে পড়া ট্রাকের সংঘর্ষ হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ট্রাকটিকে টেনে প্রায় ৫শ গজ দুরে নিয়ে যাওয়ার পর ট্রেনটি থেমে যায়। পরে স্থানীয় ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে লাইনের ওপর থেকে দুমরে মুচরে যাওয়া ট্রাককে সরিয়ে ফেলে।

পরে পুরোপুরি ভাবে সকাল সাড়ে ৮টার থেকে উত্তরাঞ্চলের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। 

এদিকে ঘটনার পর থেকেই ট্রাকের চালক ও সহকারী পলাতক রয়েছে।

এইচএন