tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ১৪ এপ্রিল ২০২৪, ১২:৫৬ পিএম

‘ইসরাইলে হামলা বৈধ’ জাতিসংঘকে দেওয়া চিঠিতে ইরান


image-794703-1713076944

জাতিসংঘ মহাসচিব আন্তেনিও গুতেরেস ও নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্ট ভ্যানেসা ফ্রজিয়ারকে চিঠি লিখেছে ইরান। এতে বলা হয়েছে, দখলদার ইসরাইলে ইরানের হামলা বৈধ ও আইনসঙ্গত।


কারণ হিসেবে চিঠিতে ‍উল্লেখ করা হয়, আগ্রাসী ইসরাইলের আগ্রাসন থেকে তাদেরও আত্মরক্ষার অধিকার আছে।

গত ১ এপ্রিল সিরিয়ার দামেস্কে ইরানের কন্সুলেটে ইসরাইলের নৃশংস হামলার নিন্দা জানাতে ব্যর্থতার জন্য নিরাপত্তা পরিষদের কড়া সমালোচনা করেছে জাতিসংঘে ইরানের কূটনৈতিক মিশন। এতে জানিয়ে দেওয়া হয় ইরান তার জনগণ ও ইরানের স্বার্থ রক্ষায় অবিচল।

সিরিয়ায় কনস্যুলেটে ইসরায়েলি হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর দুই শীর্ষ কমান্ডারসহ ১১ জন নিহত হওয়ার পর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেয় তেহরান। সেই ঘোষণার সূত্র ধরে গতকাল শনিবার রাতে ‘অপারেশন ট্রুথফুল প্রমিজের’ আওতায় ইসরায়েলে হামলা চালায় ইরান। পাঁচ ঘণ্টা ধরে চলা সেই হামলায় তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে তেহরান।

এনএইচ