tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ৩০ ডিসেম্বর ২০২২, ১৯:৪৪ পিএম

রাশিয়ার পরাজয়ের মধ্য দিয়ে ইউক্রেন আগ্রাসনের ইতি ঘটবে: জার্মানি


image-630046-1672402416

রাশিয়ার পরাজয়ের মধ্য দিয়ে ইউক্রেনে রুশ আগ্রাসনের ইতি ঘটবে বলে জানিয়েছেন জার্মানির অর্থমন্ত্রী রবার্ট হ্যাবেক।


শুক্রবার সংবাদমাধ্যম ডিপিএয়ের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি। খবর আলজাজিরার।
হ্যাবেক বলেন, ইউক্রেনের প্রতি পশ্চিমা দুনিয়ার সমর্থনের ফলে দেশটিতে রুশ আগ্রাসন রাশিয়ার সামরিক পরাজয়ের মধ্য দিয়ে শেষ হবে।

তিনি আরও বলেন, ‘কেউ ভাবতে পারেনি যে, ২০২২ সাল এভাবে শেষ হবে।’

রবার্ট হ্যাবেক বলেন, পুতিন এই যুদ্ধে হেরে যাচ্ছেন। কারণ ইউক্রেনের সেনাবাহিনী যুক্তরাষ্ট্র, ন্যাটো ও ইউরোপ থেকে অস্ত্রশস্ত্র পাচ্ছে। তারা দক্ষতা ও বীরত্বের সঙ্গে সেগুলো ব্যবহার করছে।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে কথিত বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। চলমান এই রুশ আগ্রাসনে ইতোমধ্যেই কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে খারকিভ, খেরসন, দোনবাস, জাপরিঝিয়াসহ ইউক্রেনের বিভিন্ন শহর।

এমআই