tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ১৭ জানুয়ারী ২০২২, ১৩:১৩ পিএম

রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ, ১৬ প্রস্তাব নিয়ে যাচ্ছে আওয়ামী লীগ


আওয়ামীলীগ১১.jpg

শেখ হাসিনার নেতৃত্বে নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনের ব্যাপারে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে ১৬ প্রস্তাব নিয়ে যাচ্ছে আওয়ামী লীগ।


শেখ হাসিনার নেতৃত্বে নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনের ব্যাপারে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে ১৬ প্রস্তাব নিয়ে যাচ্ছে আওয়ামী লীগ।

আজ সোমবার (১৭ জানুয়ারি) বিকেল ৪টায় বঙ্গভবনে এই সংলাপ শুরু হবে।

সংলাপে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দল অংশ নেবে।

প্রতিনিধি দলের অন্যরা হলেন-

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের,

উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু,

তোফায়েল আহমেদ,

সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী,

শেখ ফজলুল করিম সেলিম,

ড. মো. আব্দুর রাজ্জাক,

লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান,

জাহাঙ্গীর কবির নানক ও

আব্দুর রহমান।

উল্লেখ্য, গত ২০ ডিসেম্বর নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টিকে দিয়ে শুরু হয় সংলাপ। যদিও বিএনপি, সিপিবিসহ ৫টি দল সংলাপ বর্জন করেছে।

এইচএন