tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
খেলা প্রকাশনার সময়: ১৫ ফেব্রুয়ারি ২০২২, ১৭:৪৪ পিএম

লঙ্কান অলরাউন্ডার করোনা পজিটিভ


লংকান ক্রিকেটার.jpg

এবার মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন লঙ্কান অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা।


স্পোর্টস ডেস্ক: এবার মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন লঙ্কান অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা।

ক্যানবেরায় মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কার তৃতীয় টি-টোয়েন্টি মাঠে গড়ানোর তিন ঘণ্টা আগে এ খবর জানা গেছে। তবে ম্যাচ নির্ধারিত সময়ে শুরু হবে।

বর্তমানে আইসোলেশনে রাখা হয়েছে আক্রান্ত ক্রিকেটারকে। কুশল মেন্ডিস ও বিনুরা ফার্নান্ডোর পর সফরকারী দলের তৃতীয় খেলোয়াড় হিসেবে করোনায় আক্রান্ত হলেন টি-টোয়েন্টির শীর্ষ র‌্যাংকিংধারী বোলার হাসারাঙ্গা।

শ্রীলঙ্কা ক্রিকেটে মেডিক্যাল ডিপার্টমেন্টের প্রধান অর্জুনা ডি সিলভা জানান, ভাইরাসে আক্রান্ত হলে অস্ট্রেলিয়ান সরকারের করোনাবিধি অনুযায়ী অন্তত সাত দিনের আইসোলেশনে থাকতে হবে।

আগামী ২০ ফেব্রুয়ারি মেলবোর্নে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি হবে। তাতে করে হাসারাঙ্গার টি-টোয়েন্টি সিরিজ শেষ। তবে আগামী মাসে ভারত সফরে তাকে ফিরে পেতে আশাবাদী শ্রীলঙ্কা।

এইচএন