নতুন ভূমিকায় কাজের সুযোগ দেখছেন নান্নু
Share on:
বিসিবির সঙ্গে অফিসিয়ালি মিনহাজুল আবেদীন নান্নুর শেষ কর্মদিবস আজ। কাল থেকে প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব শুরু করবেন গাজী আশরাফ হোসেন লিপু। নির্বাচক প্যানেলে না রাখলেও নান্নুকে ছুড়ে ফেলছে না বিসিবি। জাতীয় দলের সাবেক এ অধিনায়কের জন্য নতুন পদ সৃষ্টি করা হয়েছে।
প্রধান সমন্বয়কারী হিসেবে নান্নু কাজ করবেন বিসিবির প্রোগ্রাম বিভাগে। অর্থাৎ, ডেভিড মুরের সঙ্গে কাজ করবেন তিনি। যদিও বিসিবি থেকে বুধবার পর্যন্ত নিয়োগপত্র দেওয়া হয়নি। সেটা দেরিতে পেলেও সমস্যা নেই। তিনি যে বোর্ডের সঙ্গে থাকছেন, তা গত পরিচালনা পর্ষদের সভা শেষে সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন নাজমুল হাসান পাপন।
নতুন ভূমিকায় বিসিবির সঙ্গে থাকার ব্যাপারে জানতে চাওয়া হলে নান্নু বলেন, ‘এখনও নিয়োগপত্র পাইনি। যেটুকু বলা হয়েছে ডেভিড মুরের সঙ্গে প্রধান সমন্বয়কারী হিসেবে কাজ করব। এই জায়গায় কাজের অনেক সুযোগ আছে। প্রথম শ্রেণির ক্রিকেট, টি২০ টুর্নামেন্ট, ডেভেলপমেন্ট প্রোগ্রাম সাজাতে পারব মুরের সঙ্গে।’
জাতীয় দলের আরেক নির্বাচক হাবিবুল বাশারের নতুন নিয়োগ হয়েছে নারী ক্রিকেটের প্রধান হিসেবে।
এনএইচ