tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
সারাদেশ প্রকাশনার সময়: ১৪ মে ২০২৪, ১০:২০ এএম

চান্দিনা উপজেলা নির্বাচন স্থগিত


election_comission__20240514_102310949
ছবি : নির্বাচন কমিশনের লোগো

আদালতে রিটের প্রেক্ষিতে চতুর্থ ধাপে অনুষ্ঠেয় কুমিল্লার চান্দিনা উপজেলা নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।


সোমবার (১৩ মে) নির্বাচন কমিশনের উপসচিব মো. আতিয়ার রহমান এ সংক্রান্ত একটি চিঠি সংশ্লিষ্টদের কাছে পাঠান। আগামী ৫ জুন এই উপজেলায় নির্বাচনের জন্য দিন ধার্য ছিল।

ইসির চিঠিতে জানানো হয়েছে, রিট পিটিশন নং ৫৩২০/২০২৪ এর আলোকে সুপ্রিম কোর্টের আদেশ প্রতিপালনের সুবিধার্থে ষষ্ঠ উপজেলা পরিষদের চতুর্থ ধাপে ৫ জুন অনুষ্ঠেয় কুমিল্লা জেলার চান্দিনা উপজেলা পরিষদের সব পদের নির্বাচন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছেন। এই অবস্থায় উল্লেখিত সিদ্ধান্ত অনুসারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এনএইচ