tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
খেলা প্রকাশনার সময়: ১৭ ডিসেম্বর ২০২৩, ১২:০৭ পিএম

প্রোটিয়াদের উড়িয়ে বাংলাদেশের মেয়েদের ঐতিহাসিক জয়


bang_20231217_075315015

টি-টোয়েন্টি সিরিজের পর গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রোটিয়াদের বিপক্ষে এর আগে একদিনের ক্রিকেটে ১৮ বারের দেখায় নারীদের জয় ছিল মাত্র দুইটিতে, সেই দুটিই ছিল দেশের মাটিতে। দক্ষিণ আফ্রিকার মাটিতে আগের নয় ম্যাচের কোনোটিতেই জয় পায়নি বাঘিনীরা। তবে গতকাল স্বাগতিকদের স্রেফ উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল, বিজয়ের রাতে পেয়েছে ঐতিহাসিক এক জয়।


ইস্ট লন্ডনের বাফেলো পার্কে গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নেমেছিল বাংলাদেশ। প্রোটিয়াদের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ৫০ ওভারে টাইগ্রেসরা গড়ে ৩ উইকেট হারিয়ে ৩৫০ রানের বিশাল এক সংগ্রহ। পরে লক্ষ্য তাড়া করতে নেমে স্বাগতিকরা থামে ১৩১ রানেই। ফলে লাল-সবুজ দল পায় ১১৯ রানের বিশাল এক জয়। বাংলাদেশের নারীদের ক্রিকেট ইতিহাসে এটিই রানের হিসেবে জ্যোতিদের সবথেকে বড় জয়।

গতকাল টসে হেরে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে দুর্দান্ত সূচনা এনে দেন দুই ওপেনার শামীমা সুলতানা এবং ফারজানা হক। এ দুজন মিলে গড়েন ৬৬ রানের এক উদ্বোধনী জুটি।

তবে গতকালের ম্যাচে ব্যাট হাতে সবথেকে বড় ভূমিকা রেখেছেন মুর্শিদা খাতুন। টাইগ্রেস এ ব্যাটার মাঠে নামেন ওপেনার শামীমা সাজঘরে ফেরার পর, এরপর তিনি ব্যাট হাতে দাপট দেখিয়েছেন প্রোটিয়া বোলারদের উপর এবং শেষ পর্যন্ত ৯১ রান করে ছিলেন অপরাজিত। এছাড়াও ব্যাট হাতে মুর্শিদাকে যোগ্য সঙ্গ দিয়েছেন অধিনায়ক জ্যোতি এবং স্বর্ণা আক্তার। ফলে ৩ উইকেট হারিয়ে নির্ধারিত ৫০ ২ভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২৫০ রান।

এরপর প্রোটিয়ারা লক্ষ্য তাড়া করতে নামলে বল হাতেও দাপট দেখিয়েছেন টাইগ্রেস বোলাররা। স্বাগতিকদের সংগ্রহ ৯ রান হতেই দুই ওপেনারকে সাজঘরে পাঠান মারুফা, সুলতানারা। এরপর নিয়মিত বিরতিতে প্রোটিয়াদের উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। ফলে দলীয় সংগ্রহ ৭৬ হতেই ৬ উইকেট হারিয়ে বেকায়দায় পড়ে দক্ষিণ আফ্রিকা।

শেষ পর্যন্ত ১৩১ রান করতেই অল আউট হয় স্বাগতিকরা। আর ১২৯ রানের বিশাল এক জয় পায় বাংলাদেশ। টাইগ্রেসদের হয়ে বল হাতে গতকাল ৩টি উইকেট নিয়েছেন নাহিদা আক্তার।

এনএইচ