tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
প্রকাশনার সময়: ০৫ নভেম্বর ২০২১, ১৮:৩৫ পিএম

নামিবিয়াকে ১৬৪ রানের টার্গেট দিয়েছে নিউজিল্যান্ড


নিউজিল্যান্ড-নামিবিয়া.jpg

টি-২০ বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে নাবিমিয়ার বিপক্ষে আগে ব্যাট করে ১৬৩ রান সংগ্রহ করেছে নিউ জিল্যান্ড। জিততে হলে নামিবিয়াকে করতে হবে ১৬৪ রান।


টি-২০ বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে নাবিমিয়ার বিপক্ষে আগে ব্যাট করে ১৬৩ রান সংগ্রহ করেছে নিউ জিল্যান্ড। জিততে হলে নামিবিয়াকে করতে হবে ১৬৪ রান।

আজ শুক্রবার ( ৫ নভেম্বর) বাংলাদেশ সময় বিকেলে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে নিউজ জিল্যান্ড টস হেরে আগে ব্যাট করতে নামে।

যদিও তাদের শুরুটা ভালো হয়নি। তবে সময় যতো গড়িয়েছে তারা তাদের রান বাড়িয়েছে।

উদ্বোধনী জুটিতে মার্টিন গাপটিল ও দ্রিল মিশেল ৩০ রান তোলেন। এরপর ডেভিড ভিসের বলে ট্রাম্পেলমানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন গাপটিল।

১৮ বলে ১ চার ও ১ ছয়ে ১৮ রান করে যান তিনি। ৪৩ রানের মাথায় আউট হন দ্রিলও। তিনি ১৫ বলে ২ চারে ১৯ রান করে যান। তাকে ফেরান বার্নার্ড স্কোলজ।

অধিনায়ক কেন উইলিয়ামসন ও ডেভন কনওয়ে ৩৮ রানের জুটি গড়েন। দলীয় ৮১ রানের মাথায় উইলিয়ামসনকে সরাসরি বোল্ড করেন এরাসমাস।

কিউই অধিনায়ক ২৫ বলে ২ চার ও ১ ছক্কায় ২৮ রান করেন। ৮৭ রানের মাথায় ব্যক্তিগত ১৭ রানে রান আউট হয়ে ফেরেন কনওয়ে।

এরপর গ্লেন ফিলিপস ও জিমি নিসাম অবিচ্ছিন্ন থেকে মাঠ ছাড়েন। পঞ্চম উইকেটে তারা দুজন ৭৬ রান তোলেন। ফিলিপস ২৩ বলে ১ চার ও ৩ ছক্কায় ৩৯ রানে অপরাজিত থাকেন।

আর নিশাম ২৩ বলে ১ চার ও ২ ছক্কায় ৩৫ রানে অপরাজিত থাকেন।

ফলে, ১৬৩ রানের লড়াকু সংগ্রহ পায় ব্লাক ক্যাপসরা।

এইচএন