tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ০৭ জুন ২০২৪, ১৭:৫০ পিএম

মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মহাকাশ কেন্দ্র নির্মাণ করেছে ইরান


aaa

মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মহাকাশ কেন্দ্র নির্মাণ করেছে ইরান। দেশটির বন্দরনগরী চাবাহারে এই মহাকাশ কেন্দ্র নির্মাণ করা হচ্ছে। বৃহস্পতিবার (৬ জুন) এক প্রতিবেদনে ইরানের সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এ তথ্য জানায়।


প্রতিবেদনে বলা হয়, ইরানের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ঈসা জারিপুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি সিস্তান ও বেলুচিস্তান সফরকালে সংবাদিকদের বলেন, এরইমধ্যে কেন্দ্রটির ৫৬ শতাংশ নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। আগামী ২০২৫ সালের ফেব্রুয়ারির মধ্যে কেন্দ্রটির সম্পুন্নভাবে চালু হবে।

এটি শুরু হলে তেহরান এই কেন্দ্র থেকে মহাকাশযান উৎক্ষেপণ করতে পারে বলেও জানান এই মন্ত্রী। স্যাটেলাইট উৎক্ষেপণের ক্ষেত্রে অন্যান্য আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের সাথে একযোগে কাজ করবে। ফলে দেশটির অর্থনীতিতেও ভালো অবদান রাখবে বলে আশা করছে বিশ্লেষকরা।

এমএইচ