tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ০৬ নভেম্বর ২০২৩, ১৫:১৪ পিএম

গুলিস্তানে বাসে আগুন


fire_20231106_143230968

বিএনপি ও জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের মাঝে রাজধানীর গুলিস্তান এলাকায় বিকল্প অটো সার্ভিস পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।


সোমবার (০৬ নভেম্বর) দুপুর ২টা ৫ মিনিটে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগ।

মিডিয়া বিভাগ থেকে জানানো হয়েছে, বঙ্গবন্ধু স্কয়ার হল মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস খবর পেয়ে রাজধানীর সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে দুইটি ইউনিট ঘটনা স্থলে ছুটে যায়। তারা সেখানে পৌঁছে দুইটা আট মিনিটে।

এরপর বিকল্প পরিবহনের সেই বাসটির আগুন নিভিয়ে ফেলার কাজ করছে। তবে ততক্ষণে বাসের ভেতরের অনেক অংশ পুড়ে যায়। এ ঘটনায় কে বা কারা আগুন দিয়েছে তা এখনো জানা যায়নি।

দ্বিতীয় দফার অবরোধের প্রথম দিনে রাজধানীসহ সারাদেশে ১৯ গাড়িতে অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। শনিবার রাত ১১টা থেকে রোববার রাত ১১টা পর্যন্ত এসব ঘটনা ঘটে।

এনএইচ