tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
রাজনীতি প্রকাশনার সময়: ০৫ জুন ২০২২, ২০:৩৪ পিএম

গ্যাসের মূল্য বৃদ্ধিতে জামায়াতে ইসলামীর নিন্দা


জামায়াত

গ্যাসের মূল্য শতকরা ২২.৭৮% বৃদ্ধির সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার প্রতিবাদ জানিয়ে এক বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম।


বিবৃতিতে তিনি বলেন, ‘৫ জুন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন গ্যাসের মূল্য ২২.৭৮ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত ঘোষণা করে জানিয়েছে যে, এক চুলা ব্যবহারকারী গ্রাহকদের গ্যাসের মূল্য বাবদ ৯৫০ টাকার পরিবর্তে ৯৯০ টাকা এবং দুই চুলা ব্যবহারকারীদের ৯৭৫ টাকার পরিবর্তে ১০৮০ টাকা পরিশোধ করতে হবে। প্রি-পেইড মিটার ব্যবহারকারী গ্রাহকদের ক্ষেত্রে ১২ দশমিক ৬০ টাকা থেকে বাড়িয়ে ১৮ টাকা, সার উৎপাদনে ব্যবহৃত গ্যাসের দর ঘনমিটার প্রতি ৪ দশমিক ৪৫ টাকা থেকে বাড়িয়ে ১৬ টাকা করা হয়েছে। সার উৎপাদনে সবচেয়ে বেশি ২৫৯ শতাংশ, বৃহৎ শিল্পে ১১ দশমিক ৯৬ শতাংশ, বিদ্যুতে ১২ শতাংশ, ক্যাপটিভে ১৫ দশমিক ৫ শতাংশ দাম বাড়ানো হয়েছে। গড়ে গ্যাসের দাম বাড়ানো হয়েছে শতকরা ২২ দশমিক ৭৮ ভাগ।’

তিনি বলেন, ‘এ নিয়ে বর্তমান সরকারের আমলে গত ১৩ বছরে গ্যাসের দাম বাড়ল ৮ বার। গ্যাসের মূল্য বৃদ্ধির এ সিদ্ধান্ত সম্পূর্ণ অন্যায়, অযৌক্তিক, অবাস্তব ও জনস্বার্থ বিরোধী। আমি এ অন্যায় সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

তিনি আরো বলেন, ‘দেশবাসী মনে করেন, গ্যাসের মূল্য বৃদ্ধির ফলে ক্ষতিগ্রস্ত হবে শিল্প, ব্যবসা-বাণিজ্যসহ সব অর্থনৈতিক খাত। শিল্পপতি ও ব্যবসায়ীরা গ্যাসের অতিরিক্ত খরচ পোষানোর জন্য তাদের উৎপাদিত পণ্যের মূল্য বৃদ্ধি করতে বাধ্য হবে। গ্যাসের মূল্য বৃদ্ধির ফলে শেষ পর্যন্ত সাধারণ জনগণই ক্ষতিগ্রস্ত হবে। দেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য এমনিতেই বেড়েছে কয়েক গুণ। গ্যাসের এই মূল্য বৃদ্ধিতে দ্রব্যমূল্য আরো ব্যাপকহারে বাড়বে। এতে জনগণের কষ্ট ও দুর্ভোগ আরো চরম আকার ধারণ করবে।

তিনি বলেন, গ্যাসের মূল্য বৃদ্ধির এ অন্যায় ও অনৈতিক সিদ্ধান্তে আবারো প্রমাণিত হলো বর্তমান কর্তৃত্ববাদী সরকার জনগণের কল্যাণকামী নয়। গ্যাসের মূল্য বৃদ্ধি করে সরকার তাদের লুটপাটের দায় জনগণের উপর চাপাচ্ছে। এ সিদ্ধান্তের ফলে শিল্পখাতের বিকাশ রুদ্ধ হবে এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প মুখ থুবড়ে পরবে।’

জনগণের বৃহত্তর স্বার্থের কথা বিবেচনা করে গ্যাসের মূল্য বৃদ্ধির এ অন্যায় ও অযৌক্তিক সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করার আহ্বান জানিয়েছেন তিনি।

এমআই