tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ০৮ এপ্রিল ২০২৩, ১০:৪৬ এএম

গাইবান্ধায় অগ্নিকাণ্ডে পুড়লো ৪ বাড়ি ও ২৬ দোকান


5

গাইবান্ধা জেলার সদর উপজেলার লক্ষ্মীপুর হাটে অগ্নিকাণ্ডে অন্তত ৪টি বাড়ি ও ২৬টি দোকান পুড়ে গেছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।


শুক্রবার (৭ এপ্রিল) সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরবর্তীতে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

গাইবান্ধা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক জাকির হোসেন বলেন, গাইবান্ধার তিনটি ফায়ার সার্ভিস স্টেশনের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে চারটি বাড়িসহ ২৬টি দোকান পুড়ে গেছে। এতে অন্তত ৬৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাড়ির চুলার আগুন থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে জানান তিনি।

ব্যবসায়ীরা জানান, আগুনের ঘটনায় দোকানদাররা পথে বসে গেছে। ঈদের আগে এতবড় ক্ষতি কিছুতেই কাটিয়ে উঠতে পারবেন না তারা। সব মিলে অন্তত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ফলে সরকারসহ স্থানীয় প্রশাসনকে ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের পাশে দাঁড়ানোর আহবান জানান তারা।

এন