আইন আদালত
প্রকাশনার সময়: ২৩ অক্টোবর ২০২৪, ১৬:৩৩ পিএম
বাবরের ৮ বছরের সাজা বাতিল
Share on:
সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণভাবে সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা একটি মামলায় খালাস পেয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।
আজ বুধবার বিশেষ জজ আদালতের দেয়া আট বছরের সাজা বাতিল করে এই রায় দিয়েছেন আদালত।
বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে এ মামলাটি দায়ের করা হয়েছিল।
সেই মামলায় পাওয়া দণ্ডের বিরুদ্ধে আপিলের রায়ে খালাস পেলেন বাবর।
বিচারপতি কামরুল হোসেন মোল্লার একক বেঞ্চে আপিলের শুনানি হয়।
উল্লেখ্য, তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ২৮ মে গ্রেফতার হন লুৎফুজ্জামান বাবর। অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে তার বিরুদ্ধে ২০০৮ সালের ১৩ জানুয়ারি রমনা থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন।
এফএইচ