tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ২৬ সেপ্টেম্বর ২০২২, ১৩:৩৫ পিএম

ইতালিতে ডানপন্থী জোট জয়ের পথে, মিলোনি হতে পারেন প্রধানমন্ত্রী


51915.original

ইতালির পার্লামেন্ট নির্বাচনে উগ্র ডানপন্থী ব্রাদার্স অব ইতালি পার্টি সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ের পথে রয়েছে। আর এর মাধ্যমে দলটির নেতা জর্জা মেলোনি দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হতে চলেছেন।


বেসরকারি চ্যানেল লা ৭-এর এসডব্লিউজি রোববার ভোটগ্রহণ হওয়ার পর পূর্বাভাস দিয়েছেন যে মেলোনির দল সম্ভবত ২৬ ভাগ আসনে জয়ী হবে।

এই জোটের অংশীদার কট্টরপন্থী মেত্তেও স্যালভানির লিগ এবং সিলভিও বারলুসকোনির ফরোয়ার্ড ইতালি যথাক্রমে ৮.৭ ও ৮.২ ভাগ ভোট পাবে বলে ধারণা করা হচ্ছে। ফলে তাদের পক্ষে সহজেই সরকার গঠন করা সম্ভব হবে।

অন্যদিকে ক্ষমতাসীন ডেমোক্র্যাটিক পার্টি অন্য বামপন্থী দলগুলোর সাথে বৃহত্তর জোট গঠন করতে ব্যর্থ হওয়ায় সরকার থেকে বিদায় নিতে বাধ্য হচ্ছে বলেই মনে হচ্ছে। তারা ১৮.৩ ভাগ ভোট পাবে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে মৃতপ্রায় দি ফাইভ স্টার মুভমেন্ট প্রত্যাশার চেয়ে বেশি তথা ১৬.৬ ভাগ ভোট পেয়েছে। মধ্যপন্থী থার্ড পোল ৭.৮ ভাগ ভোট পেতে পারে।

এই পূর্বাভাস মিলে গেলে মেলোনি হবেন দ্বিতীয় বিশ্বযুদ্দের পর প্রথম দেশটির উগ্র ডানপন্থী নেত্রী।

তার উত্থান ঘটেছে অবিশ্বাস্য গতিতে। ২০১৮ সালের নির্বাচনে তিনি সিঙ্গেল ডিজিটের সমর্থন পেয়েছিলেন।
তিনি নির্বাচনে যেসব প্রতিশ্রুতি দিয়েছেন সেগুলোর মধ্যে রয়েছে কর হ্রাস, 'অবৈধ অভিবাসী' থামাতে নৌ-অবরোধ আরোপ এবং ইউরোপিয়ান ইউনিয়নে ইতালির স্বার্থকেই প্রথম অগ্রাধিকার হিসেবে বিবেচনা করা। সূত্র : আলজাজিরা।

এন