tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
খেলা প্রকাশনার সময়: ০৬ অক্টোবর ২০২৩, ১০:১৮ এএম

ভারতের বিপক্ষে শত রানও করতে পারল না বাংলাদেশ


image-242547-1696560989

এশিয়ান গেমসের প্রথম সেমিফাইনালে ভারতের সামনে মামুলি লক্ষ্য ছুঁড়ে দিয়েছে বাংলাদেশ। ব্যাটিং ইউনিটের ব্যর্থতায় ৯৬ রান করতেই থেমে যায় টাইগারদের ইনিংসের চাকা।


এশিয়ান গেমসের ফাইনালে ওঠার লড়াইয়ে এখন ভারতের প্রয়োজন ৯৭ রান।

জিজিয়াং বিশ্ববিদ্যালয়ের মাঠে টস হেরে ব্যাটিং করতে নেমে ম্যাচের পঞ্চম ওভার থেকেই ব্যাটিং বিপর্যয় পিছু নেয় লাল-সবুজের প্রতিনিধিদের।

আবহাওয়া ও উইকেটের সুবিধা নিয়ে বাংলাদেশের ব্যাটারদের চেপে ধরে ভারতের বোলাররা।

পাওয়ার প্লেতে মাত্র ২১ রান করে বাংলাদেশ বিনিময়ে ৩ উইকেট দেয়। পাওয়ার প্লে’র পরও রানের গতি বাড়েনি। প্রথম দশ ওভারে মাত্র ৪০ রান ছিল ৪ উইকেটে। এমনকি প্রথম ১০ ওভারে একটি বাউন্ডারিও বের করে আনতে পারেননি বাংলাদেশি ব্যাটাররা।

এমন বাজে ব্যাটিংয়ের দিনে বাংলাদেশের একমাত্র স্বস্তির বিষয় হয়ে দাঁড়ায় পুরো ২০ ওভার ব্যাটিং করার বিষয়টি।

ভারতের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে বাংলাদেশ যতটা না দুমড়ে মুচড়ে গেছে, তার চেয়েও বেশি বাংলাদেশ তারা আটকে ছিল ব্যাটিং ব্যর্থতায়।

আর তাতেই ৯ উইকেট হারিয়ে কেবল ৯৬ রানের পুঁজি নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

এনএইচ