ধর্মীয় বিভাজন উসকে দিয়ে রাজনীতির স্বার্থ হাসিলের চেষ্টা চলেছে : আসিফ মাহমুদ
Share on:
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেছেন, ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দল, ধর্মীয় বিভাজনকে উসকে দিয়ে তাদের রাজনীতির স্বার্থ হাসিলের চেষ্টা করেছে, এখন থেকে এই বাংলাদেশে, এটা আর হতে দেওয়া হবে না।
শুক্রবার (১১ অক্টোবর) খুলনার গল্লামারীতে সার্বজনীন শ্রী শ্রী হরিমন্দির, সেবাশ্রম ও গুরুচাঁদ ছাত্রাবাস পরিদর্শনের সময় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এসব কথা বলেন।
সফরসূচি অনুযায়ী সন্ধ্যায় আসিফ মাহমুদ সাতক্ষীরা সার্কিট হাউসে অবস্থান করার কথা। রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত সাতক্ষীরা জেলার যুব উন্নয়ন অধিদপ্তর ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। রাত ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত সাতক্ষীরা জেলার বিভিন্ন পুজামণ্ডপ পরিদর্শন ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করবেন।
আগামীকাল শনিবার (১২ অক্টোবর) সাতক্ষীরাল বিভিন্ন উপজেলার পূজামণ্ডপ পরিদর্শন ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করবেন। এদিন বিকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঢাকার উদ্দেশে সাতক্ষীরা ত্যাগ করবেন।
এসএম