tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
অপরাধ প্রকাশনার সময়: ২৫ ডিসেম্বর ২০২১, ১১:১৩ এএম

সুগন্ধায় লঞ্চে অগ্নিকান্ড : নিহতদের জানাযা বেলা ১১টায়


সুগন্ধা লঞ্চ.jpg

সুগন্ধা নদিতে লঞ্চে অগ্নিকান্ডের ঘটনায় বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে থাকা ৩২ লাশের জানাযার নামাজ বেলা ১১টায় সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত হবে।


সুগন্ধা নদিতে লঞ্চে অগ্নিকান্ডের ঘটনায় বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে থাকা ৩২ লাশের জানাযার নামাজ বেলা ১১টায় সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত হবে।

এদিকে লঞ্চ অগ্নিকাণ্ডে নিহত সামিয়া (৪) ও লামিয়া (৪) নামের আরো দুই শিশুর লাশ শনাক্ত করে নিয়ে গেছে স্বজনরা।

আজ শনিবার ( ২৫ ডিসেম্বর) সকালে নিহতদের মামার কাছে এই দুই জমজ শিশুর লাশ হস্তান্তর করা হয়।

নিহত সামিয়া ও লামিয়া বরগুনার তালতলী উপজেলার আগাপাড়া গ্রামের রফিক হোসেনের মেয়ে। তারা মায়ের সাথে দাদাবাড়ি বেড়াতে এসেছিল।

নিহতদের স্বজনরা জানান, মা শিমু আক্তার ও নানী দুলু বেগমের সাথে বৃহস্পতিবার দাদাবাড়ী বেড়াতে বরগুনা এসেছিলেন। বাবা অফিসের কাজে ব্যাস্ত থাকায় তার আসা হয়নি।

এরপর ঢাকা থেকে বরগুগামী এমভি অভিযান-১০ লঞ্চটি ঝালকাঠির সুগন্ধা নদীতে আসলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে গুরুতর দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায় সামিয়া এবং লামিয়া।

তাদের নানী দুলু বেগম গুরুতর আহত হয়ে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনায় তাদের মা শিমু আক্তার এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে। তাদের বাবা রফিক স্ত্রীকে খুঁজতে বরিশালে আছেন।

এইচএন