tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৩১ পিএম

এক্সপ্রেসওয়ের ক্রেন ফের দুর্ঘটনায়, ট্রেন চলাচল বিঘ্ন


image-261309-1708147794

ফের দুর্ঘটনায় পতিত হয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে ব্যবহৃত ক্রেন। এতে রাজধানীর সঙ্গে দেশের বেশিরভাগ অংশে ট্রেন চলাচল প্রায় এক ঘণ্টা বন্ধ হয়ে যায়। ক্রেনটি সরিয়ে নেওয়ার পর ট্রেন চলাচল শুরু হয়।


শনিবার সকাল ৬টা ৪০ মিনিটে কারওয়ান বাজার ও মগবাজারের মাঝামাঝি অংশে এ ঘটনা ঘটে।

এ তথ্য নিশ্চিত করে ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজে ব্যবহৃত ক্রেনটি সকাল ৬টা ৪০ মিনিটের দিকে রেললাইনে পড়ে যায়। এর ফলে সকাল সাড়ে ৭টা পর্যন্ত ঢাকা ও দেশের বেশিরভাগ অংশের মধ্যে ট্রেন চলাচল বন্ধ ছিল।

এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলেও জানান তিনি। এ ছাড়া ক্ষয়ক্ষতির কোনো খবরও পাওয়া যায়নি।

এর আগেও ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে ব্যবহৃত ক্রেন দুর্ঘটনায় পতিত হলে রেল চলাচল দীর্ঘক্ষণ বন্ধ থাকে।

এনএইচ