tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ৩১ অক্টোবর ২০২৩, ১২:২৫ পিএম

শর্তহীন সংলাপের আহ্বান পিটার হাসের


peter-hush-20230813174017

আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে সৃষ্ট রাজনৈতিক মতভেদ নিরসনে শর্তহীন সংলাপের আহ্বান জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। বলেন, ‘নির্বাচনে রাজনৈতিক সহিংসতা কোনোভাবেই কাম্য নয়।’


মঙ্গলবার (৩১ অক্টোবর) প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন মার্কিন রাষ্ট্রদূত।

পিটার হাস বলেলেন, ‘অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে যুক্তরাষ্ট্রের আগ্রহ রয়েছে। সিইসির সঙ্গে বৈঠকে আরপিওর সর্বশেষ সংশোধন, নতুন দল নিবন্ধনসহ নানান বিষয়ে আলোচনা হয়েছে।’

বৈঠকের জন্য সকাল ১০টার দিকে নির্বাচন কমিশনে পৌঁছান পিটার হাস। তার সঙ্গে বৈঠক করন সিইসি কাজী হাবিবুল আউয়াল, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান ও নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম।

ইসির সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের এই বৈঠকের এজেন্ডা সম্পর্কে জানতে চাইলে তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেনি নির্বাচন কমিশন কর্মকর্তারা।

এর আগে গত ১ আগস্ট সিইসির সঙ্গে বৈঠক করেছিলেন রাষ্ট্রদূত পিটার হাস।

এনএইচ