বিন্দু প্রকাশে ৫ গ্রন্থের মোড়ক উম্মোচন
Share on:
পাঠক সমাজের প্রিয় প্রকাশনা প্রতিষ্ঠান বিন্দু প্রকাশ কর্তৃক প্রকাশিত খুররম মুরাদের ‘কী টু আল বাকারা’ লেখক আলী আহমাদ মাবরুর এর ‘শিশুদের জন্য প্রিয় নবীজি’ ও লেখক মোশাররফ হোসেন খানের ‘কিশোর কবিতাসমগ্র’ সহ ৫টি গ্রন্থের মোড়ক উম্মোচন হয়েছে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম দক্ষিণ গেইটে মোড়ক উম্মোচন অনুষ্ঠিত হয়।
বিন্দু প্রকাশের নির্বাহী পরিচালক মাসুদ হেলাল জব্বারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সম্পাদক আলমগীর মহিউদ্দীন।
বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন ইসলামী আরবী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর ভাইস চ্যান্সেলর ড. মো. শামছুল আলম, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ড. খলিলুর রহমান মাদানী, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড শরীয়াহ সুপারভাইজারী কমিটির সেক্রেটারী ড. আব্দুস সামাদ মাদানী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শহীদুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো রফিকুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী পল্টন থানা আমীর শাহীন আহমেদ খান, বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদের সভাপতি নুরন্নবী মানিক। অন্যান্যের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সহ-দপ্তর সম্পাদক ও প্রচার বিভাগের সমন্বয়ক আবদুস সাত্তার সুমন সহ খ্যাতনামা লেখক, পাঠক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে লেখকবৃন্দ বলেন, বিন্দু প্রকাশ তাদের বই প্রকাশে যেই ভূমিকা রাখছে তাতে তাদের বই লেখার প্রেরণা বৃদ্ধি পাচ্ছে। উপস্থিত লেখকবৃন্দ বিন্দু প্রকাশের সাফল্য কামনা করেন। এছাড়া আমন্ত্রিত অতিথিবৃন্দ বলেন, বিন্দু প্রকাশ জাতির জ্ঞানের ভান্ডারের ভূমিকা রাখছে। বিন্দু প্রকাশের মাধ্যমে দেশের খ্যাতনামা লেখকদের পাশাপাশি তরুণ লেখকদেরও বই প্রকাশিত হওয়ায় একদিকে লেখকদের উৎসাহ ও প্রেরণা বৃদ্ধি পাচ্ছে অন্যদিকে পাঠক সমাজের বহুমূখী বই পাওয়ার সুযোগ সৃষ্টি হচ্ছে। বিন্দু প্রকাশের পরিচালনা পর্ষদ, কর্মকর্তা-কর্মচারী সহ সকল লেখকবৃন্দকে উপস্থিত অতিথিবৃন্দ ধন্যবাদ জানান।
এনএইচ