tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ১৩ জুন ২০২৩, ১৮:৪৪ পিএম

মার্কিন প্রেসিডেন্ট ও ন্যাটো প্রধানের বৈঠক বাতিল


4

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দাঁতে প্রচন্ড ব্যাথা থাকায় তিনি ন্যাটো প্রধানের সাথে বৈঠক পিছিয়ে দিয়েছেন।


রোববার (১১ জুন) আচমকাই জো বাইডেনের দাঁতে ব্যাথা শুরু হয়। গত সোমবার (১২ জুন) তার রুট ক্যানাল চিকিৎসা হয়েছে বলে হোয়াইট হাউসের মুখপাত্র জানিয়েছেন।

ফলে মার্কিন প্রেসিডেন্ট সোমবারের সমস্ত কাজ পিছিয়ে দিয়েছেন। এদিন ন্যাটো প্রধান জেনস স্টলটেনবার্গের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথাও ছিল তার। কিন্তু শেষ মুহূর্তে সেই বৈঠকও বাতিল করে দেওয়া হয়।

মঙ্গলবার (১৩ জুন) স্টলটেনবার্গের সাথে তিনি দেখা করতে পারেন বলে জানিয়েছে হোয়াইট হাউস সূত্র।

এদিন জো বাইডেনের সাউথ লনে কলেজ অ্যাথলিট ডে-র অনুষ্ঠানেও যোগ দেয়ার কথা ছিল। কিন্তু সেই অনুষ্ঠানেও যোগ দেননি তিনি।

ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস অনুষ্ঠানে তার জায়গায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

মার্কিন প্রেসিডেন্টের চিকিৎসক জানিয়েছেন, রোববার নিচের পাটির ভেতরের দিকে একটি দাঁতে প্রথম ব্যাথা অনুভব করেন বাইডেন। এরপরেই তার রুট ক্যানাল চিকিৎসা করা হয়।

কিন্তু সোমবার সকালে বাইডেন ফের ব্যাথার কথা জানান। তারপরেই চিকিৎসক তাকে বিশ্রাম নিতে বলেন।

প্রসঙ্গত, ২০২৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন। সেখানে দ্বিতীয়বার প্রেসিডেন্ট পদের জন্য লড়াবেন জো বাইডেন। বিশেষজ্ঞদের বক্তব্য, বাইডেনের বয়স নিয়ে বহু ভোটারই চিন্তিত।

মার্কিন প্রেসিডেন্ট বর্তমান বয়স ৮০ বছর। তার শরীরও মাঝে মাঝে খারাপ হচ্ছে। এই কারণে কিছু ভোটার তার ভক্ত হয়েই বাইডেনকে ভোট না দিতে পারেন বলে বিশেষজ্ঞদের ধারণা। সূত্র : ডয়চে ভেলে

এন