কিশোরগঞ্জের সাবেক এমপি সোহরাব ঢাকায় গ্রেফতার
Share on:
কিশোরগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট সোহরাব উদ্দিনকে গ্রেফতার করেছে র্যাব।
বুধবার (৯ অক্টোবর) দুপুরে রাজধানীর দিয়াবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার নির্দেশ, হামলা ও অর্থ যোগানের অভিযোগে সাবেক এই এমপিকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে র্যাবের মিডিয়া বিভাগ।
র্যাব জানিয়েছে, সোহরাব উদ্দিনের বিরুদ্ধে এসব অভিযোগে কিশোরগঞ্জ ও পাকুন্দিয়া থানায় মোট চারটি মামলা রয়েছে, যার দুটিতে তিনি ১নং এবং দুটিতে ৩নং আসামি।
গ্রেফতার আসামিকে ডিএমপির ডিবি কার্যালয়ে হস্তান্তর প্রক্রিয়া চলমান বলে জানিয়েছে র্যাব।
সোহরাব উদ্দিন ২০১৪ সালের নির্বাচনে কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসন থেকে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য নির্বাচিত হন। ২০২৪ সালের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে তিনি পাকুন্দিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ছিলেন।
ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে আন্দোলনে বাধা দেওয়া এবং হত্যার অভিযোগে কয়েক শ মামলা হয়েছে। এসব মামলায় দলের প্রভাবশালী কয়েক ডজন নেতাকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে, যারা সাবেক মন্ত্রী-উপদেষ্টা এবং সংসদ সদস্য। টানা ১৫ বছরের বেশি সময় ক্ষমতায় থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন কার্যত ছন্নছাড়া অবস্থায় দিন কাটাচ্ছেন।
দলীয় প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন। সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ বেশ কিছু নেতা পালিয়ে বিদেশে চলে গেছে বলে তথ্য পাওয়া গেছে। পঁচাত্তরের পর সবচেয়ে বেশি বেকায়দায় রয়েছে ঐতিহ্যবাহী দল আওয়ামী লীগ।
এনএইচ