স্বজনদের খুঁজতে বেইলি রোডে ভিড়
Share on:
রাজধানীর বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্টে আগুনের খবর চারদিকে ছড়িয়ে পড়লে ভবনটির সামনে ভিড় করতে শুরু করেন ভেতরে আটকে পড়াদের স্বজনরা।
সেই সঙ্গে উৎসুক মানুষের অতিরিক্ত ভিড়ে আগুন নেভানোর কাজ ব্যহত হচ্ছে বলে জানাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
ঘটনাস্থলে অতিরিক্ত উৎসুক মানুষের ভিড় এবং আটকে পড়া ব্যক্তিদের স্বজনদের উপস্থিতিতে উদ্ধার কাজ বিঘ্নিত হওয়ার কারনে ভবনটির সামনে থেকে সবাইকে সড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন পুলিশ সদস্যরা। তবে বারবার চেষ্টা করেও এসব উৎসুক মানুষকে সরাতে পারছে না পুলিশ। অনুরোধ করা সত্ত্বেও ভবনটির সামনে ভিড় কমানো যাচ্ছে না।
এদিকে, ক্রেন দিয়ে একের পর এক মানুষ বের করার চেষ্টা করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। ভবনটির সামনে স্বজনদের অপেক্ষা করছে অনেকে।
ফায়ার সার্ভিসের গণমাধ্যম শাখার কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, রাত পৌনে ১০টার দিকে বেইলি রোডে অবস্থিত কাচ্চি ভাই নামে একটি খাবারের দোকানে অগ্নিকাণ্ডের খবর পেয়ে সেখানে আটটি ইউনিট পাঠানো হয়েছে। তারা আগুন নেভাতে কাজ করছে। তবে কীভাবে আগুন লেগেছে তা নিশ্চিত করতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
এদিকে আগুনের খবরে ঘটনাস্থলে গিয়েছে একাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তাদের সাথে যোগাযোগের করা হলে অগ্নিকাণ্ডের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।